
আরও ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। বর্তমানে অবস্থান করছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। বৃহস্পতিবার বিকেলেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে নিম্নচাপ। যার ফলে এই দু'দিন আরও বৃষ্টি বাড়বে উত্তর এবং দক্ষিণবঙ্গে। এছাড়া ঘণ্টায় ৪৫ থেকে ৬৫ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে। ২৮ মে থেকে ৩০ মে পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
বঙ্গোপসাগরে আগেই তৈরি হয়েছিল নিম্নচাপ। বৃহস্পতিবার সকালে তা আরও সুস্পষ্ট হয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সাগর দ্বীপ থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে, দিঘা থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, পারাদ্বীপ থেকে ১৯০ কিলোমিটার পূর্ব-উত্তর পূর্বে এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ২১০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে নিম্নচাপটি।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বৃহস্পতিবার বিকেলের মধ্যেই সাগর দ্বীপ এবং খেপুপাড়ার মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করার কথা নিম্নচাপটির।
এর ফলে বৃহস্পতিবার সকাল থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। আলিপুর জানাচ্ছে, এদিন কলকাতায় কোথাও ৭ থেকে ১০ সেন্টিমিটার আবার কোথাও ১২ থেকে ২০ সেন্টিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই পূর্বাভাস জারি করা হয়েছে দুই ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, হাওড়া এবং হুগলিতে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। শুক্রবারও দক্ষিণের সব জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বলেই জানিয়েছে আলিপুর।
দক্ষিণের পাশাপাশি উত্তরেও চলবে বৃষ্টি। শুক্রবার আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া রবিবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহারে। সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
অন্যদিকে, নিম্নচাপের জেরে উত্তাল থাকবে সমুদ্র। ওড়িশা, পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের উপকূলে হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৪৫ থেকে ৬৫ কিলোমিটার পর্যন্ত। ৩০ মে পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৩.৭ ডিগ্রি কম।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন