কলেজ বন্ধ রেখে দুয়ারে সরকারের ক্যাম্প! জানেই না পড়ুয়ারা, প্রতিবাদে সরব SFI

গভর্নিং বডির প্রেসিডেন্ট অপূর্ব মজুমদারের দাবি, কলেজে এই মুহুর্তে সেরকম পঠন-পাঠন হচ্ছে না, তাই প্রিন্সিপাল অনুমতি দিয়েছেন।
কলেজে দুয়ারে সরকারের ক্যাম্প (বামদিকে), প্রতিবাদে সরব SFI
কলেজে দুয়ারে সরকারের ক্যাম্প (বামদিকে), প্রতিবাদে সরব SFIনিজস্ব চিত্র

দুয়ারে সরকারের ক্যাম্প চালানোর জন্য কলেজ ছুটির নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। হুগলি জেলার কোন্নগরে নবগ্রাম হীরালাল পাল কলেজে শনিবার দুয়ারে সরকার ক্যাম্প বসেছিল। তার জন্য সরকারি নোটিশ পাঠিয়ে কলেজের পঠন-পাঠন বন্ধ রাখা হয়েছে। এই ঘটনায় তীব্র প্রতিবাদে সোচ্চার হয়েছে সিপিআইএমের ছাত্র সংগঠন এসএফআই।

কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট অপূর্ব মজুমদার জানান, 'দুয়ারে সরকার ক্যাম্প একটি সরকারি প্রকল্প। এর পরিষেবা নিতে বহু মানুষ আসেন। অনেক গুলো কাউন্টার হয়। সেই কারণেই কলেজের নীচের ঘর গুলো ব্যবহার করতে নোটিশ দেওয়া হয়েছে। কলেজে এই মুহুর্তে সেরকম পঠন-পাঠন হচ্ছে না তাই প্রিন্সিপালও অনুমতি দিয়েছেন।'

কলেজ বন্ধ করে দুয়ারে সরকারের ক্যাম্প করায় প্রতিবাদ জানিয়ে শনিবার কোন্নগরে পোস্টার হাতে বিক্ষোভ করে এসএফআই। কলেজের দেওয়ালেও পোস্টারিং করেছে তারা। এই ঘটনায় শাসক দলকে এক হাত নিয়ে এসএফআই হুগলি জেলা সভাপতি অর্নব দাস বলেন, 'কলেজ বন্ধ করে দুয়ারে সরকারের ক্যাম্প কেন হবে? ক্যাম্প হোক আপত্তি নেই, অনেক মাঠ আছে সেখানে হোক না। কিন্তু কলেজের পঠন-পাঠন বন্ধ করে ক্যাম্প হতে পারে না। পড়াশোনা বন্ধ করে কলেজের প্যাডে নোটিশ দেওয়া হচ্ছে দুয়ারে সরকারের জন্য! এসব চলতে পারে না। তাই আমরা প্রতিবাদ জানাচ্ছি।'

এসএফআই-র প্রতিবাদ প্রসঙ্গে পাল্টা তৃণমূল নেতা অপূর্ব মজুমদার বলেন - স্বাস্থ্য সাথী, লক্ষ্মীর ভান্ডারের মত প্রকল্পের সুবিধা সবাই পাচ্ছে। দুয়ারে সরকার ক্যাম্পে সিপিআই(এম)-র লোকজনও আসছে পরিষেবা নিতে। আসলে পঞ্চায়েত ভোট আসন্ন, তাই কিছু একটা করতে হবে বলে করছে।

অন্যদিকে, এদিন কলেজ বন্ধ রেখে দুয়ারে সরকারের ক্যাম্প করায় এসএফআই-র পাশাপাশি প্রতিবাদে সরব হয়েছে খোদ তৃণমূল ছাত্র পরিষদও। তাদের অভিযোগ, কলেজে ইউনিট থাকা সত্ত্বেও কলেজ বন্ধ রেখে ক্যাম্প হওয়ার কথা তাদের জানানো হয়নি। সামনে পরীক্ষা, তার আগে এভাবে কলেজ বন্ধ করে দুয়ারে সরকারের ক্যাম্প করা কখনই উচিত হয়নি।

কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সহ সম্পাদক সঞ্জয় পোদ্দারের কথায়, 'এটাই প্রথম নয়। এর আগেও দুয়ারে সরকারের ক্যাম্প হয়েছে কলেজে। এতে সমস্যায় পড়ছে পড়ুয়ারা। নবগ্রামে অনেক জায়গা ছিল ক্যাম্প করার মত। কলেজ বন্ধ করে ক্যাম্প করাটা ভুল হয়েছে। কলেজ বন্ধ থাকার কথা না জানায় অনেক পড়ুয়া কলেজে এসে ফিরেও গেছে।'

প্রথম বর্ষের কলা বিভাগের এক ছাত্রী জানিয়েছে, 'কলেজে এসে দেখলাম সিকিউরিটি গার্ড বলল ছুটি। কিন্তু কেন ছুটি তা জানি না। কলেজ থেকে ছুটির ব্যাপারে কোনও নোটিশ দেওয়া হয়নি। ক্লাসটা হল না, পড়াশোনার ক্ষতি তো হবেই।' দুয়ারে সরকারের ক্যাম্প প্রসঙ্গে তিনি বলেন, এর আগেও ১০ তারিখ কলেজে ক্যাম্প হয়েছিল।

শনিবার দুয়ারে সরকারের ক্যাম্পে পরিষেবা নিতে এসে এক মহিলা জানান, 'কলেজ বন্ধ করে যে ক্যাম্প হচ্ছে সেটা আমার জানা ছিল না। ক্যাম্প হোক, কিন্তু অন্য কোনও জায়গায় হোক। এভাবে কলেজ বন্ধ করে ক্যাম্প করা কখনই উচিত না।'

কলেজে দুয়ারে সরকারের ক্যাম্প (বামদিকে), প্রতিবাদে সরব SFI
TET Scam: সিবিআই নজরে এবার মুর্শিদাবাদের ১৬ স্কুল পরিদর্শক! হাজিরার নির্দেশ নিজাম প্যালেসে
কলেজে দুয়ারে সরকারের ক্যাম্প (বামদিকে), প্রতিবাদে সরব SFI
ছাত্রনেতা আনিস খানের গ্রামে এলোপাথাড়ি আক্রমণ! - তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ গ্রামবাসীদের
কলেজে দুয়ারে সরকারের ক্যাম্প (বামদিকে), প্রতিবাদে সরব SFI
'যে সরকার কাজ দিতে পারে না, তাদের মুখে উন্নয়নের কথা মানায় না' - আদিবাসীদের রোষের মুখে মন্ত্রী

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in