TET Scam: সিবিআই নজরে এবার মুর্শিদাবাদের ১৬ স্কুল পরিদর্শক! হাজিরার নির্দেশ নিজাম প্যালেসে

আগামী ২১ নভেম্বর মুর্শিদাবাদের মোট ১৬ জন স্কুল এসআই (SI)-কে নিজাম প্যালেসের সিবিআই দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
TET Scam: সিবিআই নজরে এবার মুর্শিদাবাদের ১৬ স্কুল পরিদর্শক! হাজিরার নির্দেশ নিজাম প্যালেসে
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তে নয়া মোড়। তৃণমূলের একাধিক নেতা, মন্ত্রী, আমলাদের পর এবার মুর্শিদাবাদের একাধিক জেলা এবং 'সার্কেল' স্তরের স্কুল পরিদর্শকদের তলব করল সিবিআই। আগামী ২১ নভেম্বর মুর্শিদাবাদের মোট ১৬ জন স্কুল এসআই (SI)-কে নিজাম প্যালেসের সিবিআই দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

সিবিআই সূত্র মোতাবেক জানা গেছে, ওই দিন দুপুর ২টোর মধ্যে প্রত্যেক সাব-ইন্সপেক্টরকে প্রয়োজনীয় সব নথি সহ হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে তাঁদের ভূমিকা ছিল কিনা তা খতিয়ে দেখতে চান কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকরা।

কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি থেকে বরখাস্ত হয়েছেন মুর্শিদাবাদের ২৮ জন শিক্ষক। যে যে স্কুলগুলিতে তাঁদের বেআইনিভাবে নিয়োগ করা হয়েছিল, সেই স্কুলগুলি যে সকল সাব-ইন্সপেক্টরের এলাকার মধ্যে পড়ে তাঁদের সকলকেই জিজ্ঞাসাবাদ করতে চান কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা।

গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী - মূলত বড়ঞা উত্তর, বেলডাঙ্গা পূর্ব, ভরতপুর, ধূলিয়ান, জলঙ্গি, জলঙ্গি উত্তর, কান্দি, কান্দি পূর্ব, খড়গ্রাম, খড়গ্রাম উত্তর, নবগ্রাম, নবগ্রাম পশ্চিম, নওদা দক্ষিণ, সুতি ১, সদর পশ্চিম, সুতি সার্কেলের সার্কেল ইন্সপেক্টরদের নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সিবিআই। তবে, বেলডাঙা এবং কান্দির স্কুলগুলির পরিদর্শকদের ভূমিকা বিশেষভাবে খতিয়ে দেখছেন কেন্দ্রীয় আধিকারিকরা।

উল্লেখ্য, মোট ১৬ জন সাব-ইন্সপেক্টরের বয়ান রেকর্ড করা হতে পারে বলে জানা গেছে। দরকার হলে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়াটি ভিডিও রেকর্ডিং-র মাধ্যমে আদালতে পেশ করা হতে পারে। এই বিষয়ে প্রাথমিক বিভাগের ডিআই নৃপেনকুমার সিংহকে চিঠি লিখেছেন ডিপিএসসি’র চেয়ারম্যান আশিস মার্জিত।

TET Scam: সিবিআই নজরে এবার মুর্শিদাবাদের ১৬ স্কুল পরিদর্শক! হাজিরার নির্দেশ নিজাম প্যালেসে
ছাত্রনেতা আনিস খানের গ্রামে এলোপাথাড়ি আক্রমণ! - তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ গ্রামবাসীদের
TET Scam: সিবিআই নজরে এবার মুর্শিদাবাদের ১৬ স্কুল পরিদর্শক! হাজিরার নির্দেশ নিজাম প্যালেসে
'যে সরকার কাজ দিতে পারে না, তাদের মুখে উন্নয়নের কথা মানায় না' - আদিবাসীদের রোষের মুখে মন্ত্রী

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in