
রাতের অন্ধকারে মোষের গাড়িতে করে কয়লা পাচারের চেষ্টা বীরভূমে। পুলিশি তল্লাশিতে টন টন অবৈধ কয়লা উদ্ধার হলো বীরভূমের সদাইপুরি এলাকায়। পুলিশ সূত্রে খবর, প্রায় ১২ টন কয়লা উদ্ধার করা হয়েছে মোষের গাড়িগুলি থেকে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোররাতে গোপন তল্লাশিতে সদাইপুর থানার রেঙ্গুনি গ্রামের রাস্তায় ৬টি মোষের গাড়ি থেকে ১২ টন কয়লা উদ্ধার করা হয়েছে। কয়লার বস্তার উপর খড় বিচুলি বিছানো ছিল। গাড়িগুলি দুবরাজপুরের সালুঞ্চি গ্রাম থেকে এসেছিল। যাচ্ছিল সিউড়ির দিকে।
গোপন সূত্রে খবর পেয়ে সদাইপুর থানার ওসি মিকাইল মিঞার নেতৃত্বে বিরাট পুলিশবাহিনী রেঙ্গুনি গ্রামের রাস্তায় ওত পেতে বসেছিল। এরপর কয়লা বোঝাই মোষের গাড়িগুলি আটক করে পুলিশ। যদিও কোনও গাড়ির চালককেই ধরতে পারেনি পুলিশ।
সদাইপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রসঙ্গত, এর আগেও একাধিকবার সদাইপুর থানার পুলিশ অবৈধ কয়লা আটক করেছে।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন