CBI: অনুব্রত মণ্ডলের 'দেহরক্ষী' সায়গল হোসেনের বোলপুরের ফ্ল্যাটে হানা সিবিআই আধিকারিকদের

ভারতীয় স্টেট ব্যাঙ্কের দুই আধিকারিককে সঙ্গে নিয়ে তল্লাশি চালায় সিবিআই। ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বেশকিছু নথি। সূত্রের খবর, ফ্ল্যাটে বাজার মূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকা।
CBI: অনুব্রত মণ্ডলের 'দেহরক্ষী' সায়গল হোসেনের বোলপুরের ফ্ল্যাটে হানা সিবিআই আধিকারিকদের
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন

অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের বোলপুরের ফ্ল্যাটে সিবিআই হানা। সেখানেই তদন্তকারী অফিসাররা তদন্তপ্রক্রিয়া চালান।

বোলপুর পৌরসভা রবীন্দ্রবীথি বাইপাসে সায়গল হোসেনের ফ্ল্যাটে গেলেন সিবিআই আধিকারিকেরা। গোরু পাচার কাণ্ডে তাঁকে হেফাজতে নিয়ে জেরার পর বোলপুরের ফ্ল্যাটে যান অফিসারেরা। ভারতীয় স্টেট ব্যাঙ্কের দুই আধিকারিককে সঙ্গে নিয়ে তল্লাশি চালায় সিবিআই। ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বেশকিছু নথি। সূত্রের খবর, ফ্ল্যাটে বাজার মূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকা।

উল্লেখ্য, দীর্ঘ জেরার পর ৯ জুন গোরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গলকে গ্রেপ্তার করে সিবিআই। সিবিআই সূত্রের খবর, আয়ের সঙ্গে সম্পত্তির হিসেব দেখাতে পারেননি সায়গল। তাঁর বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে।

দীর্ঘ ৫ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর সায়গলকে গ্রেফতার করে সিবিআই।তাঁকে হেফাজতেও নিয়েছে৷ হেফাজতে জেরার পর সায়গল হোসেনের মুর্শিদাবাদের ডোমকল, কলকাতার নিউটাউনের বাড়িতে হানা দেয় সিবিআই। মেলে একাধিক নথি, সোনার গহনা সহ প্রচুর সম্পত্তির হিসাব। অনুব্রতর দেহরক্ষীর সম্পত্তির পরিমাণ দেখে চক্ষু চড়কগাছ সিবিআই অফিসারদের।

CBI: অনুব্রত মণ্ডলের 'দেহরক্ষী' সায়গল হোসেনের বোলপুরের ফ্ল্যাটে হানা সিবিআই আধিকারিকদের
পরিচারিকার নামেও ফ্ল্যাট! একাধিক বিলাসবহুল বাড়ি ও কোটি কোটি টাকার জমির মালিক 'দেহরক্ষী' সায়গল

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in