তিন চিকিৎসকের দল গড়ে দিয়েছেন বিচারক, তাঁদের অনুমতি বিনা হাসপাতালে ভর্তি হতে পারবেন না অনুব্রত

আগামী ২০ আগস্ট পর্যন্ত তাঁকে সিবিআই হেফাজতে রাখা হবে। পাশাপাশি অনুব্রত মণ্ডলকে কলকাতায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত। তবে অনুব্রত মণ্ডলের আইনজীবীর তরফে কোনও জামিনের আবেদন করা হয়নি।
অনুব্রত মণ্ডল
অনুব্রত মণ্ডলফাইল চিত্র
Published on

গোরু পাচার মামলায় দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে ১০ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল আসানসোল আদালত। আগামী ২০ আগস্ট পর্যন্ত তাঁকে সিবিআই হেফাজতে রাখা হবে। পাশাপাশি অনুব্রতকে কলকাতায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত।

বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে গ্রেফতার করেছে সিবিআই। গত বছর সেপ্টেম্বর মাস থেকে গোরু পাচারকাণ্ডে একাধিকবার তাঁকে তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রের খবর। মাত্র একবার তিনি হাজিরা দিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে গরু পাচারের একাধিক তথ্যপ্রমাণ মিলেছে বলে দাবি কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকদের।

এদিন প্রায় তিন ঘণ্টা ধরে শুনানি চলে আসানসোল আদালতে। তবে অনুব্রত মণ্ডলের আইনজীবীর তরফে কোনও জামিনের আবেদন করা হয়নি।

অনুব্রতর আইনজীবী সঞ্জীব কুমার দাঁ জানিয়েছেন, "আপাতত কলকাতায় নিজাম প্যালেসে থাকবেন অনুব্রত মণ্ডল। সিবিআই হেফাজতে থাকাকালীন যদি তিনি অসুস্থ হন, তাহলে আলিপুরের কম্যান্ড হাসপাতালে নিয়ে যেতে হবে তাঁকে। বিচারক তিন চিকিৎসকের একটি দল গড়ে দিয়েছেন। সেই দলে একজন মেডিসিন, একজন কার্ডিয়োলজিস্ট এবং একজন নিউরোলজিস্ট রয়েছেন। তাঁদের পরামর্শেই হাসপাতালে ভর্তি করানো যাবে, নচেৎ নয়।"

বৃহস্পতিবার ভোররাতে গরুপাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদ করার জন্য অনুব্রত মণ্ডলের বোলপুরের নিচুপট্টির বাড়িতে যান সিবিআই আধিকারিকরা। গোরুপাচার কান্ডের অভিযুক্ত হিসেবে তাঁকে ফৌজদারি কার্যবিধির ৪১এ-এর অধীনে নোটিশ দেওয়া হয়েছে।

অনুব্রত মণ্ডল
নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিতে ঘৃণা বোধ হয়, অনুব্রতকাণ্ডে তোপ পদ্মশ্রীপ্রাপ্ত অরুণোদয়ের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in