

দক্ষিণ ২৪ পরগনায় মহিলা হোমগার্ডের রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হলেন অভিযুক্ত পুলিশ আধিকারিক। সায়ন ভট্টাচার্য নামের ক্যানিং থানার ওই সাব ইন্সপেক্টরকে উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মহিলা হোমগার্ডের রহস্যমৃত্যুর পর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিলনা।
কী কারণে ওই মহিলা হোমগার্ডের মৃত্যু তা নিয়ে তদন্তের জন্য ওই সাবইন্সপেক্টরকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে বলে এদিন আদালতে জানিয়েছে পুলিশ। তাঁর সাত দিনের হেফাজত চাওয়া হতে পারে। আজই তাঁকে আলিপুর আদালতে পেশ করা হয়েছে।
গত সপ্তাহের শনিবার সন্ধ্যে নাগাদ ক্যানিং থানার পুলিশ কোয়ার্টার থেকে ওই মহিলা হোমগার্ড গুলজান পারভিন মোল্লার দেহ উদ্ধার হয়। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার থানার মৌখালি অঞ্চলের বাসিন্দা ওই হোমগার্ডকে তাঁর পরিবারের লোকজন শুক্রবার ফোনে না পেয়ে খোঁজ করতে জান। সেখানে গিয়েই মহিলা হোমগার্ডের ঝুলন্ত দেখতে পান পরিবারের সদস্যরা। এরপর ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে পুলিশ।
ক্যানিং-এর এই ঘটনায় তদন্তের জন্য ছয় সদস্যের এক সিট গঠন করা হয়েছে। সিটের দায়িত্বে আছেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত। সিট এই ঘটনার তদন্ত চালাচ্ছে। নিহতের পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকেই ক্যানিং থানার সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে অভিযোগ করা হয়। পরিবারের আরও অভিযোগ ওই সাবইন্সপেক্টরের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল নিহতের এবং তা জানাজানি হতেই তিনিই মহিলা হোমগার্ডকে হত্যা করে গা ঢাকা দেন। সাব ইন্সপেক্টর সায়ন ভট্টাচার্যের নামে মৃতার কাকা থানায় খুনের অভিযোগ দায়ের করেন।
এই ঘটনায় সাব ইন্সপেক্টরের নাম জড়ানোর পরেই তাঁকে সাসপেন্ড করা হয় এবং বিভাগীয় তদন্ত শুরু হয়। প্রাথমিকভাবে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে তাঁর গ্রামের বাড়িতে খোঁজ করেও পলাতক সাব ইন্সপেক্টরকে পাওয়া যায়নি। তাঁর মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। শনিবার পরিবারের সদস্যরা ক্যানিং-এ আসার পর পারভিনের দেহ উদ্ধার হলেও শুক্রবার থেকেই সাব ইন্সপেক্টর সায়ন ভট্টাচার্য বেপাত্তা হয়ে যান।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন