
‘পরীক্ষাটা এমন কিছু মাহাত্ম্য়পূর্ণ নয়, ওটা পরেও নেওয়া যাবে।‘ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের জন্য় পরীক্ষার দিন পিছিয়ে এমনই দাবি করলেন বর্ধমান বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্য শঙ্করকুমার নাথ। তাঁর কথায়, পড়ুয়ারা ওইদিন কলকাতা যেতে চান। তাঁদের আবদারেই পরীক্ষার দিন পিছিয়েছেন তিনি।
২৮ আগস্ট অর্থাৎ আজ বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষ্যে কলকাতার মেয়ো রোডে সমাবেশ আছে। উপস্থিত থাকবেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। বর্ধমান বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্যর কথায়, পড়ুয়ারা এই সমাবেশে যেতে যান। তাই পরীক্ষার দিন পিছিয়ে দিয়েছেন তিনি।
একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী অনেক আগে থেকেই বিশ্ববিদ্যালয়গুলির পরীক্ষা সূচী নির্ধারিত হয়ে থাকে। সেই মতো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সূচীও নির্ধারিত ছিল। কিন্তু উপাচার্য জানান, এই পরীক্ষাগুলি গুরুত্বপূর্ণ না। পরে নিলেও হবে। শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিত করে দেন তিনি। বুধবার রাতে এই নিয়ে নোটিশ জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বর্ধমান বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্য শঙ্করকুমার নাথ বলেন, “M.A বাংলা টার্ম পেপার এবং ভাইভা ছিল। তার সঙ্গে কমিউনিটি এনগেজমেন্ট ভাইভা ছিল পোস্ট গ্রাডুয়েট কোর্সের। সঙ্গে বাংলা বিভাগের আরও কিছু ছিল ১১টার সময়। সেটা স্থগিত করেছি। আমাদের ছাত্রদের আবদার ছিল ওরা কলকাতা যেতে চায়। আর কালকের পরীক্ষাটা এমন কিছু মাহাত্ম্য়পূর্ণ নয়। এটা যদি পরেও নেওয়া যায় ওরা করে ফেলতে পারবে। এটা রেগুলার পরীক্ষা যেমন হয় - ইন্টারনাল এক্সাম। ক্য়ালকাটা ইউনিভার্সিটি আলাদা মতাদর্শ। ছাত্রদের আবদার তো রাখতে হবে।''
আজ কলকাতা বিশ্ববিদ্যালয়েরও পরীক্ষা রয়েছে। একাধিক বাধা সত্ত্বেও পরীক্ষার দিন পিছোতে রাজি হননি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত অন্তর্বর্তী উপাচার্য শান্তা দে। কোনও রাজনৈতিক দলের সভা-সমাবেশের জন্য় পরীক্ষা বদলানো যায় না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন “এরকম একটা কারণের জন্য় পরীক্ষা পিছোতে পারি না। পার্টি এবং সরকারকে গুলিয়ে আমি অনন্ত ফেলতে চাই না। এই চেয়ারে সেই মানুষেরই বসা উচিত, যাঁর সম্পূর্ণ অ্য়াকাডেমিক স্বাধীনতা থাকবে। কোনও রাজনৈতিক দল তাঁকে নির্দেশ দেবে না। এই ডেটগুলো উপাচার্য ঠিক করেনি। সব ভাগ করা আছে। এক্সপার্ট মানুষজন বসে কাজ করেছেন। এর একটা দিন এদিক-ওদিক করা মানে ভীষণ বিপদ। ভীষণ মুশকিল।''
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন