Burdwan: নিয়োগে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগে SFI-র বিক্ষোভ, উত্তাল বর্ধমান বিশ্ববিদ্যালয়

এ প্রসঙ্গে একজন এসএফআই কর্মীর বক্তব্য, "দীর্ঘ ৭ বছর ধরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে স্বজনপোষণ চলছে, পরীক্ষা, নিয়োগ, ভর্তি ঠিকমতো চলছে না। তাই এই দুর্নীতি, অরাজকতার বিরুদ্ধে আমাদের অবস্থান বিক্ষোভ চলবে।"
এস এফ আই -র বিক্ষোভ
এস এফ আই -র বিক্ষোভছবি - নিজস্ব
Published on

দুর্নীতি, স্বজনপোষণ এবং অনিয়মের অভিযোগে এসএফআই-র অভিযান ঘিরে উত্তাল হল বর্ধমান বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটির ডাকে বর্ধমান বিশ্ববিদ্যালয় অভিযানের ডাক দেওয়া হয়। কার্জন গেট থেকে শুরু হয়ে মিছিলটি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাছে পৌঁছাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ডেপুটেশন জমা দিতে গিয়ে মেইন গেটেই বাধাপ্রাপ্ত হন এসএফআই কর্মীরা। এরপর মেইন গেটের তালা ভেঙে ভিতরে ঢোকেন বিক্ষোভকারীরা।

বিশ্ববিদ্যালয়ের অন্দরে দুর্নীতি, স্বজনপোষণ এবং অনিয়মের অভিযোগ উঠছিল বহুদিন ধরেই। এমনকি এর আগে বিশ্ববিদ্যালয়ে রেজাল্ট নিয়েও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এরই বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের গেটের তালা ভেঙে, পাঁচিল টপকে ভিতরে ঢুকে বিক্ষোভ অবস্থান চালায় বাম ছাত্র সংগঠন এসএফআই।

এসএফআই কর্মীদের মূল দাবি, যে সকল অভিযোগ নিয়ে তাঁরা আজ বিক্ষোভ অবস্থান করেছে সেই অভিযোগ তাঁরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জানাতে চান। যদিও এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে একজন এসএফআই কর্মীর বক্তব্য, "দীর্ঘ ৭ বছর ধরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে স্বজনপোষণ চলছে, পরীক্ষা, নিয়োগ, ভর্তি ঠিকমতো চলছে না। তাই এই দুর্নীতি, অরাজকতার বিরুদ্ধে আমাদের অবস্থান বিক্ষোভ চলবে।"

এস এফ আই -র বিক্ষোভ
Mamata Banerjee: কেষ্ট কী এমন অপরাধ করেছে যে ওকে গ্রেপ্তার করলো? প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in