

আগামী ১০ জুলাই রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এর আগে সিপিআইএম, তৃণমূল তাদের প্রার্থী ঘোষণা করে দিলেও, বিজেপি এতদিন করেনি। সোমবার বিজ্ঞপ্তি জারি করে চার কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল বিজেপি।
কলকাতার মানিকতলায় প্রার্থী করা হয়েছে প্রাক্তন ফুটবলার তথা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেকে, যিনি ২০২১ বিধানসভা নির্বাচনেও এই কেন্দ্রের প্রার্থী ছিলেন। উত্তর ২৪ পরগনার বাগদায় প্রতিদ্বন্দ্বিতা করবেন বিনয় বিশ্বাস। নদিয়ার রানাঘাট দক্ষিণ আসনে প্রার্থী হয়েছেন মনোজকুমার বিশ্বাস। রায়গঞ্জে বিজেপি প্রার্থী করেছে মানসকুমার ঘোষকে।
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রতীকে রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রে জিতে বিধায়ক হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণি অধিকারী। যদিও পরবর্তী সময়ে তৃণমূলে যোগ দেন তাঁরা। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে তৃণমূল তাঁদের প্রার্থীও করে। যদিও জিততে পারেননি তাঁরা। উপনির্বাচনে ফের এই দুজনকে সংশ্লিষ্ট কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল।
অন্যদিকে, একুশের বিধানসভায় বাগদা বিধানসভায় বিজেপির প্রতীকে জয়ী হয়েছিলেন বিশ্বজিৎ দাস। কিন্তু পরে যোগ দেন তৃণমূলে। চলতি লোকসভায় রাজ্যের শাসকদল তাঁকে প্রার্থীও করে বনগাঁ কেন্দ্রে। ফলে তাঁকে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হয়। লোকসভা নির্বাচনে বিশ্বজিৎ দাসও ভোটে জিততে পারেননি। তবে উপনির্বাচনে তাঁকে আর প্রার্থী করেনি তৃণমূল।
এছাড়া, গত বিধানসভা নির্বাচনে কলকাতার মানিকতলা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা সাধন পান্ডে। কিন্তু ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে প্রয়াত হন তিনি। তারপর থেকে দীর্ঘদিন উপনির্বাচন হয়নি ওই কেন্দ্রে। কারণ, বিধানসভা ভোটে এই কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে কলকাতা হাইকোর্টে ‘ইলেকশন পিটিশন’ দাখিল করেছিলেন। সম্প্রতি মিটছে সেই আইনী জটিলতা।
রাজ্যের মোট চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে আগামী ১০ জুলাই। ভোট গণনা ১৩ জুলাই। উপনির্বাচনের জন্য প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২১ জুন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৬ জুন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন