WB BJP: বাঙালি দাগাবাজ, বাঙালি বিশ্বাসঘাতক, প্রমাণ করেছেন বাবুল সুপ্রিয় - দিলীপ ঘোষ

দিলীপ বলেন, ‘সাত বছরের রাজনৈতিক জীবন। ৭ বছরই মন্ত্রী ছিলেন। বাঙালির নাক কান কেটেছেন তিনি। মোদিজিকে ধোঁকা দিয়েছেন। বাঙালি বিশ্বাসঘাতক এটা বাবুল সুপ্রিয়কে দেখলেই পরিষ্কার।'
দিলীপ ঘোষ এবং বাবুল সুপ্রিয়
দিলীপ ঘোষ এবং বাবুল সুপ্রিয়ফাইল চিত্র

বিশ্বাসঘাতক বাঙালি? সেই তত্ত্বকেই প্রমাণ করেছেন বাবুল সুপ্রিয়। এভাবেই প্রাক্তন বিজেপি নেতাকে বিঁধলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছেন বাবুল। তারপরেই ঝাঁঝ বাড়িয়েছেন বিজেপির বিরুদ্ধে। কেন বিজেপি গত ৭ বছরে কোনও বাঙালিকে কেন্দ্রীয় মন্ত্রী করেনি, তা নিয়েও কটাক্ষ করেছেন তিনি।

সেই প্রসঙ্গেই এদিন মেদিনীপুরের সাংসদ বলেন, ‘সাত বছরের রাজনৈতিক জীবন। ৭ বছরই মন্ত্রী ছিলেন। বাঙালির নাক কান কেটেছেন তিনি। মোদিজিকে ধোঁকা দিয়েছেন। বাঙালি দাগাবাজ, বাঙালি বিশ্বাসঘাতক, এই তত্ত্বকে প্রমাণ করেছেন। বাঙালি বিশ্বাসঘাতক এটা বাবুল সুপ্রিয়কে দেখলেই পরিষ্কার।'

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে টেনে এনে বলেন, 'উনি মমতাকে বিশ্বাস করেছিলেন। উনি ধোঁকা দিয়েছেন। মোদিজি বাবুলকে বিশ্বাস করেছিলেন। বাবুল দাগা দিয়েছেন। বাঙালির মান-সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছেন তিনি। তাই বাবুলের বাঙালি জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত।'

প্রসঙ্গত, বিজেপিতেও বাবুলের সঙ্গে দিলীপের সাপে-নেউলে সম্পর্ক ছিল। বিজেপি ছাড়ার পর সেই সংঘাতের মাত্রা আরও বেড়েছে। ২০১৪ ও ২০১৯ - দু’বার আসানসোল লোকসভা থেকে বিজেপির টিকিটে জয়ী হয়ে বাবুল কেন্দ্রীয় মন্ত্রীও হন। প্রার্থী হওয়ার ঘোষণা শুনে দিলীপের প্রতিক্রিয়া ছিল, 'দেখুন বাবুলদা প্রথম একাদশে চান্স চেয়েছিল। হল না। হয়তো এমএলএ হবেন, মন্ত্রী হবেন শুভেচ্ছা থাকল।'

পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। মেয়র ফিরহাদ হাকিম বলেন, 'আমার দিকে থাকলে ভালো, আর অন্যদিকে গেলেই খারাপ।' আসানসোল লোকসভা উপনির্বাচনে শত্রুঘ্ন সিনহার প্রার্থীত্ব প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, 'এখন বহিরাগতর ওপরেই নির্ভর করতে হচ্ছে! '

দিলীপ ঘোষ এবং বাবুল সুপ্রিয়
'আসানসোল হিংসায় অভিযুক্ত' - বাবুল সুপ্রিয়কে প্রার্থী হিসেবে মানতে নারাজ ইমামদের সংগঠন

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in