WB BJP: বঙ্গ বিজেপি নেতৃত্বকে বার্তা - তথাগত, চন্দ্র বসু সহ একাধিক বিক্ষুব্ধ নেতাদের চিন্তন শিবির

চিন্তন শিবিরে তথাগত রায়ের পাশাপাশি থাকতে পারেন চন্দ্র বসু, অভিজিৎ চক্রবর্তী, এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল সহ অন্যান্য নেতারা।
WB BJP: বঙ্গ বিজেপি নেতৃত্বকে বার্তা - তথাগত, চন্দ্র বসু সহ একাধিক বিক্ষুব্ধ নেতাদের চিন্তন শিবির
গ্রাফিক্স নিজস্ব

শক্তি প্রদর্শনে নামতে চলেছে রাজ্য বিজেপির বিক্ষুব্ধ নেতারা! খুব শীঘ্রই তাঁদের ডাকে চিন্তন শিবির বসবে। সেই বৈঠকে থাকতে পারেন বর্ষীয়ান নেতা তথাগত রায় সহ একাধিক বিক্ষুব্ধ নেতা।

রাজ্য বিজেপির অন্দরে ক্ষোভ-বিক্ষোভ লেগেই রয়েছে। সূত্রের খবর, চিন্তন শিবিরে তথাগত রায়ের পাশাপাশি থাকতে পারেন চন্দ্র বসু, মোহিত রায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তী, এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল সহ অন্যান্য নেতারা। ঐ বৈঠকে আমন্ত্রণ জানানো হতে পারে দুধকুমার মণ্ডল, রাহুল সিং, রীতেশ তেওয়ারি, রাজু বন্দ্যোপাধ্যায়দেরও।

২১-এর বিধানসভা ভোটে বিজেপির ভরাডুবির পর দলীয় নেতাদের মধ্যে কোন্দল চূড়ান্ত আকার ধারণ করেছিল। নির্বাচনের আগে বহু তৃণমূল নেতা বিজেপিতে যোগ দিয়েছিলেন। বর্তমানে বিক্ষুব্ধ নেতাদের অনেকেই এই দলবদলু নেতাদের গুরুত্ব দেওয়ার প্রতিবাদ জানিয়েছিলেন। কিন্তু তাঁদের এই প্রতিবাদকে সেইসময় দলের তরফ থেকে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি। নতুন রাজ্য কমিটি নির্বাচনের পরে বিক্ষুব্ধ নেতাদের অনেকেই কমিটি থেকে বাদ পড়েন। বেশকিছু মাস আগে দলের রাজ্য দফতরের সামনেও অনেক নেতা বিক্ষোভ দেখান। সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে বহুবার চিঠিও পাঠানো হয়। কিন্তু দলের পক্ষ থেকে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

দলের পরিস্থিতি নিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দীলিপ ঘোষের সাথেও একাধিকবার প্রকাশ্যে দ্বন্দ্বে জড়ান তথাগত রায়। দীলিপকে ফিটার মিস্ত্রি বলেও কটাক্ষ করেছিলেন।

জানা যাচ্ছে, এই বৈঠকে বিধানসভা নির্বাচনে দলের ব্যর্থতা নিয়েও পর্যালোচনা করা হবে। এর সাথে ভোটপরবর্তী হিংসা নিয়ে আলোচনা হবে। বৈঠকে যা যা পরিকল্পনা গ্রহণ করা হবে তা লিখিত রূপে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হবে।

বিভিন্ন জেলা থেকেও বহু নেতারা চিন্তন শিবিরে যোগদান করবে বলে গুঞ্জন ছড়াচ্ছে। মুর্শিদাবাদ, মালদহ, হাওড়া, হুগলী সহ উত্তরবঙ্গের বহু নেতারা আগ্রহ দেখিয়েছেন শিবিরে আসার জন্য। বিক্ষুব্ধ নেতাদের মধ্যে একজন বলেন, তাঁরা দল বিরোধী কোনো কাজ করছেন না। দলের ভালোর জন্যই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। অপর এক বিজেপি নেতা অভিযোগ করেন, একাধিকবার চিঠি দেওয়া হয়েছে, কোনো লাভ হয়নি। চিন্তন বৈঠক থেকে আশা করি নির্দিষ্ট কোনো পথ বেরিয়ে আসবে।

WB BJP: বঙ্গ বিজেপি নেতৃত্বকে বার্তা - তথাগত, চন্দ্র বসু সহ একাধিক বিক্ষুব্ধ নেতাদের চিন্তন শিবির
WB BJP: 'উনি থাকলে তৃণমূলের দরকার হবে না'- দিলীপের কটাক্ষের নিশানায় ফের তথাগত রায়

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in