কার্নিভালে তৃণমূলের মন্ত্রী-বিধায়কদের মাঝে উপস্থিত তুহিনা আত্মহত্যাকাণ্ডের মূল অভিযুক্ত বাদশা!

গত শুক্রবার দুর্গাপুজোর কার্নিভাল উপলক্ষ্যে বর্ধমান শহরের কার্জন গেটের সামনে বিশাল একটি স্টেজ তৈরী করা হয়েছিল। সেখানে তৃণমূলের নেতা, মন্ত্রী, বিধায়কদের মাঝেই দেখা গেল তৃণমূল নেতা বাদশাকে।
মূল অভিযুক্ত বাদশ
মূল অভিযুক্ত বাদশছবি সৌজন্যে - গণশক্তি

বর্ধমান রাজ কলেজের ছাত্রী তুহিনা খাতুন আত্মহত্যাকাণ্ডের মূল অভিযুক্ত বাদশা। গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও যাকে তিন মাস অতিক্রান্ত হওয়ার পরেও জেলবন্দি করতে পারেনি পুলিশ। সেই বাদশা যিনি এলাকায় বর্ধমানের 'ডন' হিসেবে পরিচিত, তাঁকে এবার সরাসরি দেখা গেল বর্ধমানের পুজো কার্নিভালের মঞ্চে। শাসক দলের নেতা, মন্ত্রী, বিধায়কদের সাথে একই মঞ্চে দেখা গেল বাদশা ওরফে তৃণমূল কাউন্সিলর শেখ বসিরুদ্দিনকে।

গত শুক্রবার দুর্গাপুজোর কার্নিভাল উপলক্ষ্যে বর্ধমান শহরের কার্জন গেটের সামনে বিশাল একটি স্টেজ তৈরী করা হয়েছিল। তৃণমূলের নেতা, মন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে সেখানে উপস্থিত ছিলেন বর্ধমান জেলা শাসক এবং পুলিশ সুপারও। পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডে। এদের সবার মাঝেই কার্নিভাল মঞ্চে দেখা গেল তৃণমূল নেতা বাদশাকে।

তুহিনা খাতুনের আত্মঘাতী হওয়ার ঘটনা ছাড়াও একাধিক ধারায় মামলা চলছে বাদশার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে ফেরার ছিলেন তিনি, তিন মাসের বেশি সময় তল্লাশি চালিয়েও যেখানে পুলিশ তাঁকে গ্রেফতার করতে পারেনি, সেখানে কার্নিভাল মঞ্চে তৃণমূল নেতা, মন্ত্রীদের মাঝে তাঁর উপস্থিতি ঘিরে প্রশ্ন তুলছে বিরোধী শিবির। তবে কী শাসক দলই পরোক্ষভাবে রক্ষাকবচ দিচ্ছে বাদশাকে? প্রশ্ন তুলছে জনসাধারণ।

প্রসঙ্গত, পুরভোটের ফল প্রকাশের দিনই বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তুহিনা খাতুনের (১৯) দেহ। তুহিনার বাড়ি যেখানে, সেই ২৭ নম্বর ওয়ার্ডে তৃণমূলের হয়ে ভোটে জেতেন বাদশা, যিনি এলাকায় দাগী তোলাবাজ হিসেবে পরিচিত। তুহিনার আত্মঘাতী হওয়ার পিছনে মূল অভিযুক্ত হিসেবে বাদশার নামে গত ২ মার্চ বর্ধমান থানায় অভিযোগ করেছিল তাঁর পরিবার।

এলাকাবাসীর অভিযোগ, তুহিনার আত্মঘাতী হওয়ার কিছুদিনের মধ্যেই বর্ধমানের স্থানীয় তৃণমূল বিধায়কের সাথে বহাল তবিয়তে প্রকাশ্যে ঘুরতে দেখা গেছে বাদশাকে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছিল।

অন্যদিকে সূত্র মারফত জানা গেছে, শুক্রবার কার্নিভাল উপলক্ষ্যে বর্ধমান শহরের বেশিরভাগ রাস্তাই অবরুদ্ধ করা হয়েছিল। প্রশাসনের তরফে সমস্ত কেবল লাইন এবং ইন্টারনেট পরিষেবা বন্ধের নির্দেশ দেওয়া হয়। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সব দিক থেকেই বিপাকে পড়েন সাধারণ মানুষ। যার জেরে যথেষ্ট ক্ষোভ তৈরী হয়েছে জণসাধারণের মনে।

মূল অভিযুক্ত বাদশ
Tuhina Khatun Case: তিন মাস ধরে পলাতক থাকার পরও জামিন বাদশার! CBI তদন্ত চায় তুহিনার পরিবার

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in