Anubrata Mondal: নিজের খাসতালুকে ৩ কেন্দ্র হাতছাড়া অনুব্রতর, নতুন দায়িত্বে রবীন্দ্রনাথ

তৃণমূলের রাজ্য নেতৃত্বের নির্দেশে অনুব্রতর জায়গায় এখন থেকে মঙ্গলকোট, আউশগ্রাম এবং কেতুগ্রামের দায়িত্বে থাকবেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
অনুব্রত মণ্ডল ও রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়
অনুব্রত মণ্ডল ও রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়গ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

বীরভূম এখনও হাতের মুঠোয় থাকলেও হাতছাড়া হল পূর্ব বর্ধমান। সেখানকার তিনটি জায়গার দায়িত্ব থেকে সরানো হল বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। নতুন দায়িত্ব পেলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

অনুব্রতর জায়গায় এখন থেকে মঙ্গলকোট, আউশগ্রাম এবং কেতুগ্রাম এই তিনটি বিধানসভার দায়িত্বে থাকবেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এমনটাই জানিয়েছেন রাজ্য তৃণমূলের মুখপাত্র দেবু টুডু। অর্থাৎ, এখন থেকে আর এই তিনটি বিধানসভার দায়িত্বে থাকবেন না 'কেষ্ট'।

তৃণমূল সূত্রের খবর, বৃহস্পতিবার এক বৈঠকে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে এই বার্তা দেওয়া হয়েছে। তবে একই সঙ্গে বলা হয়েছে, এই তিন এলাকার নেতারা আপাতত পূর্ব বর্ধমান ও বীরভূম, দুই জেলার নেতৃত্বের সঙ্গেই সংযোগ রেখে কাজ করবেন।

দীর্ঘদিন ধরেই যথেষ্ট দাপটের সাথে এই জায়গাগুলির দায়িত্ব সামলে এসেছেন কেষ্ট। গোরু পাচার মামলায় জেল হেফাজত হওয়ার পরই কেষ্টকে নিয়ে দলের এই অবস্থান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে কি ক্রমশ হ্রাস পেতে চলেছে অনুব্রতর ক্ষমতা? উঠছে প্রশ্ন।

প্রসঙ্গত, ১৪ দিনের সিবিআই হেফাজত শেষে বুধবার অনুব্রতকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়েছিল। আদালত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়ার পর বিকেলে আসানসোলের বিশেষ সংশোধনাগারে নিয়ে যাওয়া হয় তাঁকে। তবে, বৃহস্পতিবার হঠাৎ শ্বাসকষ্ট শুরু হওয়ায় তাঁকে তড়িঘড়ি আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসে সিবিআই।

তবে হাসপাতাল চত্বর থেকে বেরিয়ে আসার সময় রোগী এবং তাঁদের পরিজনদের যথেষ্ট ক্ষোভের মুখে পড়তে হয় কেষ্টকে। রোগীর আত্মীয়রা তাঁকে দেখে 'গোরু চোর' স্লোগান তোলে।

রোগীদের অভিযোগ, অনুব্রতকে হাসপাতালে আনার পরে জরুরি বিভাগের সামনে গার্ডরেল বসিয়ে অনেক রোগীকে ফিরিয়ে দেওয়া হয়। এক সময়ে রোগী ও তাঁদের পরিজনেরা বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এক রোগীর পরিজনর কথায়, ‘‘গেট আটকে রাখায় প্রায় দেড় ঘণ্টা পরে হাসপাতালে ঢুকতে পেরেছি।” যদিও রোগীদের হয়রানির অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

অনুব্রত মণ্ডল ও রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়
‘অনেকেই স্কুলে না গিয়ে বেতন নেন, এটা তুচ্ছ ঘটনা’ - অনুব্রত কন্যা প্রসঙ্গে মন্তব্য সৌগত রায়ের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in