দাবদাহের মাঝেই রাজ্যজুড়ে তীব্র জলের সংকট; জেলায় জেলায় বিক্ষোভ, রাস্তা অবরোধ

পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, হুগলী, বীরভূম সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে তীব্র পানীয় জলের সঙ্কটের খবর সামনে আসছে।
দাবদাহের মাঝেই রাজ্যজুড়ে তীব্র জলের সংকট; জেলায় জেলায় বিক্ষোভ, রাস্তা অবরোধ
প্রতীকী ছবি

একদিকে গ্রীষ্মের তীব্র দাবদাহ, তার মাঝে বিদ্যুৎ বিভ্রাট এবং পানীয় জলের সমস্যা। সব মিলিয়ে কার্যত নাজেহাল রাজ্যের বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা। কলকাতা সহ জেলায় জেলায় বাড়ছে বিক্ষোভ।  

পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, হুগলী, বীরভূম সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে তীব্র পানীয় জলের সঙ্কটের খবর সামনে আসছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, পঞ্চায়েত বা পুরসভায় বারবার আবেদন করেও কোনও কাজ হচ্ছে না, তাই বাধ্য হয়ে বিক্ষোভ অবরোধের পথে হাঁটছেন তাঁরা।

শুক্রবার জলের দাবিতে রাস্তা অবরোধ করেন হুগলীর দেবানন্দপুরের বিশালক্ষ্মীতলা, মালপাড়া সহ বেশ কয়েকটি এলাকার বসিন্দারা। জলের সমস্যা না মিটলে পঞ্চায়েতে কেউ ভোট দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

মানস বিশ্বাস নামের এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, গত কয়েকমাস ধরেই পানীয় জলের সমস্যা হচ্ছে তাঁদের এলাকায়। পানীয় জলের লাইনের জন্য এলাকার পঞ্চায়েত সদস্যের তত্ত্বাবধানে গঠিত বেনিফিশারি কমিটি প্রতি পরিবার থেকে ৪ হাজার টাকা করে নিয়েছে, কিন্তু জল সরবরাহে ঘাটতি রয়ে গেছে। অনেক বাড়িতে এখনও জল পৌঁছায় নি। যে বাড়িগুলিতে জল যাচ্ছে, সেখানেও পর্যাপ্ত জল যাচ্ছে না। বিধায়ককে জানালেও কোনও সুরাহা হয়নি।

জলের সমস্যা না মিটলে গ্রামের কেউ পঞ্চায়েতে ভোট দেবে না বলে জানিয়েছেন বিশ্বাস।

শুক্রবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনাতেও জলের দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসীরা। নভেম্বর মাস থেকে চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকায় অকেজো সজল ধারার মেশিন। সারানোর নাম করে বেনিফিশারি কমিটি টাকা তুললেও তা সারানো হয়নি। বাসিন্দারা এদিন হাঁড়ি, কলসি, বালতি নিয়ে মহেশপুর-গড়বেতা রাজ্য সড়ক অবরোধ করে। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে সকাল ৮ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত চলে অবরোধ। অবশেষে পুলিশ এসে পানীয় জলের প্রতিশ্রুতি দিলে অবরোধ তোলে আন্দোলনকারীরা।

শুক্রবার পুরুলিয়ার একাধিক জায়গায় জলের দাবিতে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা।  কাশিপুর ব্লকের রঙ্গিলাডি গ্রামে আদ্রা-কাশিপুর রাজ্য সড়ক অবরোধ করেন মহিলারা। প্রায় ৩ ঘণ্টা অবরোধের পর পুলিশ এসে পানীয় জলের আশ্বাস দিলে অবরধতলেন তাঁরা।

অবরোধকারী এক মহিলা জানান, কয়েক কিলোমিটার হেঁটে তাঁদের পানীয় জল সংগ্রহ করতে হয়। জলের দাবিতে বিভিন্ন জায়গায় আবেদন করেও কোনও লাভ না হওয়ায় এভাবে আন্দলোনের পথ বেছে নিয়েছেন তাঁরা।

পুরুলিয়ার রেনি রোড এলাকায় এদিন সিপিআইএম-এর নেতৃত্বে পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এখানের প্রায় ২০ হাজার মানুষ তীব্র পানীয় জলের সঙ্কটে পড়েছে বলে জানিয়েছেন সিপিআইএম নেতৃত্ব।

বৃহস্পতিবার বাঁকুড়ার মেজিয়াতে জলের দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন সেখানকার মহিলারা।

দাবদাহের মাঝেই রাজ্যজুড়ে তীব্র জলের সংকট; জেলায় জেলায় বিক্ষোভ, রাস্তা অবরোধ
'ষড়যন্ত্রের শিকার' - CBI তল্লাশির পর দলের বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ তৃণমূল বিধায়কের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in