Agnipath protests: অগ্নিপথ বিক্ষোভের জের - আজও হাওড়া থেকে বাতিল বহু দূরপাল্লার ট্রেন, রইলো তালিকা

বাতিল ট্রেনগুলির মধ্যে বেশীরভাগ ট্রেনই ছাড়ার কথা ছিল হাওড়া ষ্টেশন থেকে। ‘অগ্নিপথ’ বিক্ষোভের জেরে দু’দিনে দেশজুড়ে প্রায় ৩৪০টি ট্রেনের গতি অবরুদ্ধ হয়েছে।
ট্রেনে আগুন বিক্ষোভকারীদের
ট্রেনে আগুন বিক্ষোভকারীদেরছবি - ট্যুইটার

অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় পশ্চিমবঙ্গ সহ দেশের প্রায় ১৫টি রাজ্যে প্রবল বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভের মুখে পড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে ভারতীয় রেল। প্রায় ২০টি ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। স্টেশনে আগুন লাগানো হয়েছে। এই বিক্ষোভের জেরে গতকালের পর শনিবারও(১৮ই জুন) একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল ভারতীয় রেল।

বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলিতে চলছে ক্রমাগত সহিংস বিক্ষোভ আন্দোলন। এই আন্দোলনের জেরে হাওড়া ষ্টেশন থেকে আজ বাতিল হল একাধিক দূরপাল্লার ট্রেন।

পূর্ব রেলের মুখপাত্র একলব্য চক্রবর্তী জানান, ‘পূর্ব-মধ্য রেলওয়ের মধ্যবর্তী অঞ্চলে চলছে আন্দোলন। তাই পূর্ব রেলওয়েকে কিছু ট্রেন বাতিল করতে হয়েছে। বাতিল ট্রেনগুলির মধ্যে বেশীরভাগ ট্রেনই ছাড়ার কথা ছিল হাওড়া ষ্টেশন থেকে।’ উল্লেখ্য, পূর্ব–মধ্য ভারতীয় রেলের যাত্রাপথের মধ্যে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ - এই রাজ্য গুলির বেশ কিছু এলাকা পড়ে। তাই হিংসা ও ক্ষতির আশঙ্কায় বাতিল করা হয়েছে ট্রেনগুলি।

হাওড়াসহ পার্শ্ববর্তী অন্যান্য ষ্টেশন থেকে বাতিল হয়েছে যে ট্রেনগুলি :

হাওড়া থেকে রাঁচিগামী শতাব্দী এক্সপ্রেস ট্রেন

হাওড়া থেকে ধানবাদগামী ব্ল্যাক ডাইমন্ড এক্সপ্রেস ট্রেন

হাওড়া থেকে নিউদিল্লিগামী পূর্বা এক্সপ্রেস ট্রেন

হাওড়া থেকে পাটনাগামী জনশতাব্দী এক্সপ্রেস ট্রেন

হাওড়া থেকে দরভাঙ্গাগামী এক্সপ্রেস ট্রেন

হাওড়া থেকে জয়নগরগামী এক্সপ্রেস ট্রেন

হাওড়া থেকে দেরাদুনগামী কুম্ভ এক্সপ্রেস ট্রেন

শিয়ালদহ থেকে বালিয়াগামী এক্সপ্রেস ট্রেন

কলকাতা থেকে জম্বুগামী তাওয়াই এক্সপ্রেস ট্রেন

মালদাটাউন থেকে নয়াদিল্লিগামী শতাব্দী এক্সপ্রেস ট্রেন

আসানসোল থেকে গয়াগামী মেমু এক্সপ্রেস ট্রেন

আসানসোল থেকে বারাণসীগামী মেমু এক্সপ্রেস ট্রেন

ভাগলপুর থেকে আনন্দবিহারগামী গরিবরথ এক্সপ্রেস ট্রেন

সাহিবগঞ্জ থেকে দানাপুরগামী ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেন

জামালপুর থেকে ভাগলপুরগামী প্যাসেঞ্জার ট্রেন

দক্ষিণ-পূর্ব ভারতীয় রেলওয়ে-এর তরফে আজ কোনও ট্রেন বাতিল হয়নি। ইতিপূর্বে ‘অগ্নিপথ’ বিক্ষোভের জেরে গত দু’দিনে দেশজুড়ে প্রায় ৩৪০টি ট্রেনের গতি অবরুদ্ধ হয়েছে। ১৪০টি যাত্রীবাহী ট্রেন বাতিল করা হয়েছে। ১০০টি ট্রেন যাত্রা শেষ করতে পারেনি, মাঝপথেই ঘুরিয়ে দেওয়া হয়েছে। ৯৪টি মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। কমপক্ষে প্রায় ১১টি এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দিতে বাধ্য হয়েছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। বিক্ষোভের জেরে ট্রেন বাতিল হওয়ায় নাজেহাল অবস্থা রেলযাত্রীদের।

ট্রেনে আগুন বিক্ষোভকারীদের
Md Salim: চার বছর পর এই সেনাদের RSS সমাজে হিংসা বাধানোর কাজে লাগাবে - অগ্নিপথের বিরোধিতায় সরব সেলিম

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in