
রাজ্যের তাজপুর বন্দর নির্মাণের দায়িত্ব পেল আদানি গোষ্ঠী। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তা প্রায় চূড়ান্ত হয়ে গেছে। এবার কেবল মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার জন্য চিঠি মারফত আদানিকে আমন্ত্রণ জানালেই বন্দর নির্মাণের কাজ শুরু করে দেবে আদানি গোষ্ঠী।
শিল্পকে কেন্দ্র করে একাধিকবার রাজ্য-রাজনীতি উত্তপ্ত হয়েছে। এবার দেশের অন্যতম বড় শিল্পগোষ্ঠীর বিনিয়োগ হতে চলেছে তাজপুর বন্দরে। এই বিষয়ে সাংবাদিক সম্মেলনে ফিরহাদ হাকিম জানান, 'কর্মসংস্থানে রাজ্য আরও একধাপ এগিয়ে গেল। মমতা ব্যানার্জীর সিদ্ধান্তে আদানি গোষ্ঠী আনন্দিত। তারাও বিনিয়োগ করতে মুখিয়ে আছে। রাজ্য সরকারকে ধন্যবাদও জানিয়েছেন গৌতম আদানি।'
সোমবার মন্ত্রিসভার বৈঠকে সর্ব সম্মতিক্রমে তাজপুর বন্দর নির্মাণের দায়িত্ব আদানি গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বন্দর নির্মাণের সময় এবং তারপরে রাজ্যে কর্মসংস্থানের সুযোগ অনেক বাড়বে বলে আশা করছেন অনেকে। অত্যাধুনিক পদ্ধতিতে গড়ে উঠবে বন্দরটি।
এর আগে একাধিকবার মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করেছেন গৌতম আদানি। তাজপুর, হলদিয়া বন্দরের পাশপাশি রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছিলেন আদানি। সূত্রের খবর, হলদিয়া বন্দরে ইতিমধ্যেই আদানি গোষ্ঠী বিনিয়োগ করতে শুরু করে দিয়েছে।
চলতি বছরের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনেও রাজ্যে বিনিয়োগ ও কর্মসংস্থানের আশ্বাস দিয়েছিলনে গৌতম আদানি। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, রাজ্য চায় আম্বানি এবং আদানির মতো বিনিয়োগকারীরা বাংলায় আসুক। বাংলায় শিল্প গড়ার জন্য তাঁদের দরকার। রাজ্য সরকার সবরকম সহায়তা করতেও রাজী।
উল্লেখ্য, কিছুদিন আগেই ফোর্বস (Forbes Real Time Billionaires) জানায়, ই-কমার্স সংস্থা আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে পিছনে ফেলে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি হয়েছেন গৌতম আদানি (Gautam Adani)। তাঁর সম্পত্তির পরিমাণ এখন ১৫৫.৫ বিলিয়ন। আদানির সামনে শুধুমাত্র টেসলার মালিক ইলন মাস্ক, যার মোট সম্পত্তি ২৭৩.৫ বিলিয়ন ডলার।