বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি! আগামী সপ্তাহে ঝড়বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে, তবে ভ্যাপসা গরমও থাকবে

People's Reporter: আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী ২৭ মে পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যা দু'দিনের মধ্যে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে।
বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি! আগামী সপ্তাহে ঝড়বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে, তবে ভ্যাপসা গরমও থাকবে
প্রতীকী ছবি
Published on

আপাতত ঝড়বৃষ্টি চলবে রাজ্যের সব জেলায়। আগামী সপ্তাহেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। যা ক্রমে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। যার জেরে উত্তর থেকে দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টি চলবে। শুক্রবারও গোটা রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে এর ফলে তাপমাত্রার হেরফের হবে না। গরম ও অস্বস্তি বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী ২৭ মে, মঙ্গলবার পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যা দু'দিনের মধ্যে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে। যার জেরে আগামী সপ্তাহ জুড়ে ঝড়বৃষ্টি চলবে। তবে এই নিম্নচাপের ফলে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনার কথা এখনই জানাচ্ছেন না আবহাওয়াবিদরা। এছাড়া, আরব সাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। উত্তরমুখী গভীর নিম্নচাপ পরে আরও শক্তিশালি হওয়ার সম্ভাবনা আছে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

এদিকে শুক্রবার সকাল থেকে আকাশের মুখ ভার। এদিন দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। সেই সঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এখং ঝাড়গ্রামে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই চার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি সব জেলায় জারি রয়েছে হলুদ সতর্কতা। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণের সব জেলায় জারি থাকবে হলুদ সতর্কতা।

আলিপুর জানিয়েছে, আগামী বুধবার দুই ২৪ পরগণা এবং দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই চারজেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে ঝড়বৃষ্টি হলেও আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। গরম এবং অস্বস্তি বজায় থাকবে।

কলকাতায় শুক্রবার বিকেল এবং রাতের দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার কলকাতার দিনের তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও শুক্রবার ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরের সব জেলায়। রবি এবং সোমবারও ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরেও আগামী পাঁচদিন তাপমাত্রার তেমন কোনও হেরফের হবে না বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি! আগামী সপ্তাহে ঝড়বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে, তবে ভ্যাপসা গরমও থাকবে
IPL: 'বাংলাকে বঞ্চনা করা হচ্ছে' - ইডেন থেকে IPL ফাইনাল সরানো নিয়ে ক্ষোভ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in