
পঞ্চায়েত নির্বাচনের আগে মমতা ব্যানার্জির দায়িত্বে থাকা বীরভূম তৃণমূলে ভাঙন। প্রায় ৬০০ জন তৃণমূল কর্মী-সমর্থক যোগ তৃণমূল ছেড়ে যোগ দিলেন সিপিআইএম-এ। পঞ্চায়েত নির্বাচনে এর প্রভাব পড়বে বলে আশাবাদী সিপিআইএম নেতৃত্ব।
কখনও 'বীর' আবার কখনও 'বাঘ', দলের শীর্ষ নেতাদের কাছ থেকে নিজের সম্পর্কে এই ধরণেরই 'উপাধি' শুনেছিলেন অনুব্রত মণ্ডল। কিন্তু বীরভূম এখন অনুব্রতহীন। তিহার জেলে আছেন তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা। অনুব্রতর বদলে বীরভূমের দায়িত্ব নিজেই নিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। সেই বীরভূমেই কিনা তৃণমূল ছাড়ছেন কর্মী সমর্থক থেকে শুরু করে বুথ সভাপতিরা।
বীরভূমের পাড়ুই থানার সাত্তোর গ্রামের তৃণমূলের বুথ সভাপতি সহ ৬০০ জন কর্মী সমর্থক নিজেদের হাতে সিপিআইএমের পতাকা তুলে নিলেন। স্থানীয় সিপিআইএম নেতৃত্বের দাবি, মানুষ তৃণমূলের দুর্নীতি দেখতেই পাচ্ছে। তারা বুঝতে পারছে যে তৃণমূলকে ভোট দিয়ে ভুল করেছিল। তাই বামপন্থীদের সাথে একসাথে কাজ করতে চাইছে। আগামীদিনে আরও অনেকেই তৃণমূল ছেড়ে সিপিআইএম-এ যোগ দেবেন বলে দাবি করেছেন সিপিআইএম নেতৃত্ব।
প্রসঙ্গত, কিছুদিন আগেই তেহট্টে তৃণমূলের পঞ্চায়েত সদস্য সহ প্রায় ৬০টি পরিবারের কর্মী সমর্থক সিপিআইএমের পতাকা হাতে তুলে নিয়েছিলেন। যোগদানকারীরা জানিয়েছিলেন, 'বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে আর তৃণমূলের হয়ে ভোট চাইতে পারবো না। কারণ তৃণমূল দুর্নীতিগ্রস্তদের দলে পরিণত হয়েছে। বিজেপির বিরুদ্ধে তৃণমূল লড়াই করতে পারবে না। তাই সিপিআইএমে যোগদান করলাম'।
একের পর এক জেলায় শাসক শিবির থেকে বিরোধী শিবিরে যোগদান করছেন হাজার হাজার কর্মী সমর্থক। তৃণমূল বিষয়গুলি গুরুত্ব দিতে নারাজ হলেও বিরোধীদের বক্তব্য পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ হলে তৃণমূল পরাস্ত হবে। মানুষ তৃণমূলের ওপর আস্থা হারাচ্ছে।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন