HS 2025: প্রায় তিন লক্ষ পরীক্ষার্থী কমল উচ্চ মাধ্যমিকে! কী ব্যাখ্যা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের?

People's Reporter: চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ৫ লক্ষ ৯ হাজার জন পরীক্ষার্থী। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৭ লক্ষ ৯০ হাজার।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - প্রতীকী
Published on

গত বছরের তুলনায় প্রায় তিন লক্ষ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমলো এবার। বুধবার সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এর জন্য ২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়াকেই দায়ী করেছেন সংসদ সভাপতি।

আগামী ৩ মার্চ থেকে শুরু হচ্ছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ১৮ মার্চ। তার আগে ২৬ ফেব্রুয়ারি সাংবাদিক সম্মেলন করেন সংসদ সভাপতি। এদিন সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ৫ লক্ষ ৯ হাজার জন পরীক্ষার্থী। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৭ লক্ষ ৯০ হাজার। অর্থাৎ গত বছরের তুলনায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ২ লক্ষ ৮০ হাজার।

তবে এই সংখ্যা কমার কারণ হিসাবে ২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষার্থী এবং উত্তীর্ণের সংখ্যা কম থাকার কথা জানিয়েছেন সংসদ সভাপতি। সে বছর মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছিল ৫ লক্ষ ৬৫ হাজার ৪২৮ জন পরীক্ষার্থী। তার মধ্যে একাদশের জন্য রেজিস্ট্রেশন করেছিল ৫ লক্ষ ৬৪ হাজারের মতো। এই বছর পরীক্ষা দিচ্ছে ৫ লক্ষ ৯ হাজার পরীক্ষার্থী। অর্থাৎ প্রায় ৫৫ হাজার পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করিয়েও পরীক্ষা দিচ্ছে না।

উচ্চ শিক্ষা দফতরের এক আধিকারিক এই রেজিস্ট্রেশন প্রসঙ্গে জানান, একাদশ শ্রেণিতে রেজিস্ট্রেশনের সময় এবং একাদশ থেকে দ্বাদশে ওঠার সময় অনেক পড়ুয়াই চাকরির দিকে এগিয়ে যান। এই সময় স্কুলছুটও হয়। আবার অনেকে ইঞ্জিনিয়ারিং বা অন্য বিভাগে পড়াশোনা শুরু করে। যার ফলে এই সংখ্যাটা কমা স্বাভাবিকই। এদিকে, এবছরই শেষ বারের মতো রেগুলার ভিত্তিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে পড়ুয়ারা। আগামী বছর থেকে উচ্চ মাধ্যমিকে শুরু হতে চলেছে সেমিস্টার পদ্ধতি।

চলতি বছর ৫ লক্ষ ৯ হাজার পরীক্ষার্থীর মধ্যে ছাত্রীদের সংখ্যা বেশি। ৪৫.৩২ শতাংশ ছাত্র ও ৫৪.৬৮ শতাংশ ছাত্রী। ছাত্রীর সংখ্যা ৪৭,৬৭১ বেশি। ২৩টি জেলায় ২,০৮৯টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হবে। ৫২৮ জন বিশেষ ভাবে সক্ষম পরীক্ষার্থী রাইটার এবং অতিরিক্ত সময়-সহ পরীক্ষা দেবে। ১৩৬টি কেন্দ্রকে স্পর্শকাতর হিসাবে চিন্হিত করা হয়েছে।

এছাড়া নিরাপত্তা নিয়ে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে সংসদের পক্ষ থেকে। প্রশ্নফাঁস রুখতে প্রশ্নপত্রে সিরিয়াল নম্বর দেওয়া হয়েছে। ওই সিরিয়াল নম্বর লিখতে হবে উত্তরপত্রে। এছাড়া কিউআর কোড, বার কোড থাকছে। মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাতে কেউ প্রবেশ করতে না পারে, তার জন্য থাকবে মেটাল ডিটেক্টর। এছাড়াও একাধিক গোপন বিষয় থাকছে সতর্কতার জন্য। তা পরীক্ষা দিনই জানতে পারবেন পড়ুয়ারা। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় এবং যেখানে প্রশ্নপত্র থাকবে সেখানে থাকবে ক্লোজড সার্কিট ক্যামেরা।

এছাড়া প্রতিটি পরীক্ষারুমে নূন্যতম দু’জন পরিদর্শক থাকবেন। অর্থাৎ যে ঘরে ২০ জন থেকে ৫০ জন পড়ুয়া পরীক্ষা দিচ্ছে সেই ঘরে দু’জন পরিদর্শক থাকবেন। যখনই সেই সংখ্যা ৫০-এর অধিক হয়ে যাবে তখন আবার তিন জন পরিদর্শক রাখতে হবে। পরীক্ষা কেন্দ্রের ভিতরে কোনও পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোন পাওয়া গেলে এই বছর সেই পরীক্ষার্থী আর পরীক্ষা দিতে পারবে না।

চলতি বছর অ্যাডমিড কার্ডেই উল্লেখ রয়েছে পরীক্ষা কেন্দ্রের নাম ও ঠিকানা। গত বছর ভুল পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে চলে গিয়েছিল অনেক পরীক্ষার্থী। তারপরেই সংসদের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া এবার প্রশ্নপত্র খোলা হবে পরীক্ষা রুমের ভিতরেই, ছাত্রছাত্রীদের সামনে। যে ঘরে যত সংখ্যক পরীক্ষার্থী রয়েছে, সেই অনুযায়ী খোলা হবে প্রশ্নপত্র। সংসদ জানিয়েছে, ৯টা ৫৫ মিনিটে পরীক্ষার্থীদের সামনে প্রশ্নপত্র খোলা হবে। ১০টার সময় পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্নপত্র বিলি করা হবে।

সকাল ১০ টা থেকে শুরু হচ্ছে পরীক্ষা, চলবে দুপুর ১ টা ১৫ পর্যন্ত। তবে ভিস্যুয়াল আর্টস, মিউজিক এবং বৃত্তিমূলক বিষয় –সহ ১৬ টি ‘মাইনর’ সাবজেক্ট রয়েছে, সেগুলি চলবে সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত। চলতি বছর ডেটা সায়েন্স ও কৃত্তিম বুদ্ধিমত্তার পরীক্ষাও হবে উচ্চ মাধ্যমিক স্তরে। কৃত্রিম বুদ্ধিমত্তাতে ৩০ এবং ডেটা সায়েন্সে ৯ জন পরীক্ষা দিচ্ছে। প্রথম বছর বলেই এই সংখ্যা এত কম, ধীরে ধীরে বাড়বে বলে আশা উচ্চ শিক্ষা দফতরের। মোট ৬২টি বিষয়ের পরীক্ষা হবে ১৫টি ভাষায়।

এই সময় উচ্চমাধ্যমিক সংক্রান্ত কোনও সমস্যার কথা জানাতে দেওয়া হয়েছে কেন্দ্রীয় হেল্পলাইন নম্বর। সেই সঙ্গে সংসদের সভাপতি সহ সচিব প্রিয়দর্শনী মল্লিক এবং উপ সচিব উৎপলকুমার বিশ্বাসের যোগাযোগ নম্বর এবং ইমেল আইডি প্রকাশ করা হয়েছে। বিদ্যাভবনে যোগাযোগের নম্বর হল – ০৩৩২৩৩৭০৭৯২ এবং ২৩৩৭৯৬৬১। এছাড়া ৯৮৩৬৪০২১১৮ হল সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের নম্বর। সংসচ সচিব এবং উপ সচিবের সঙ্গে যোগাযোগের নম্বর যথাক্রমে – ৯৬৭৪০০৬২৬৯ এবং ৭৮৭২৯১৫২২৭।

প্রতীকী ছবি
'কাকু'র কাছে ১৫ কোটি চান অভিষেক! চার্জশিটে দাবি CBI-এর, আইনজীবী মারফত পাল্টা বিবৃতি তৃণমূল সাংসদের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in