কল্যাণীর কেন্দ্রীয় বিদ্যালয়ে একসাথে করোনা আক্রান্ত ২৯ পড়ুয়া, আরও বাড়তে পারে সংখ্যা আশঙ্কা

দু'দিন আগে বিদ্যালয়ের দুই ছাত্রের জ্বর, সর্দি, কাশির লক্ষণ দেখা যায়। তাদের কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে করোনা টেস্ট করার জন্য পাঠানো হয়। দুই জনেরই করোনা রিপোর্ট পজিটিভ আসে।
জওহর নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয়ের ২৯ জন ছাত্র-ছাত্রী করোনা আক্রান্ত
জওহর নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয়ের ২৯ জন ছাত্র-ছাত্রী করোনা আক্রান্তপ্রতীকী ছবি
Published on

একই স্কুলের ২৯ জন ছাত্র-ছাত্রী করোনা আক্রান্ত। নদীয়ার কল্যাণী জওহর নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয়ের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। আরো বাড়তে পারে আক্রান্তের সংখ্যা আশঙ্কা করছে স্কুল কর্তৃপক্ষ।

সূত্রের খবর, দু'দিন আগে বিদ্যালয়ের দুই ছাত্রের জ্বর, সর্দি, কাশির লক্ষণ দেখা যায়। স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে তাদের কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে করোনা টেস্ট করার জন্য পাঠানো হয়। দুই জনেরই করোনা রিপোর্ট পজিটিভ আসে।

এই ঘটনার পরই আতঙ্ক ছড়ায় স্কুল জুড়ে। যেহেতু ওই দুই পড়ুয়া স্কুলের প্রতিটি পড়ুয়ার সাথে মিশেছে তাই জেলা স্বাস্থ্য দপ্তরের সাহায্যে স্কুলের মধ্যে আরটিপিসিআর ক্যাম্প বসায় স্কুল কর্তৃপক্ষ। দু'দফায় মোট ৩২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। বুধবার প্রথম দফার রিপোর্ট আসার দেখা যায় ২৭ জন ছাত্রছাত্রী করোনা পজিটিভ।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৌসুমী নাগ বলেন, আমরা প্রত্যেকের টেস্ট করিয়েছি। দ্বিতীয় দফার রিপোর্ট এলে বোঝা যাবে আরও করোনা সংক্রমণ রয়েছে কিনা। এখনো পর্যন্ত স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা রিপোর্ট আমাদের দপ্তরে পাঠাবো এবং তাঁরা যা নির্দেশ দেবেন সেই ভাবে আমরা পালন করব।

জওহর নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয়ের ২৯ জন ছাত্র-ছাত্রী করোনা আক্রান্ত
WB: বনগাঁয় তিন মাস ধরে রেশন অমিল, ডিলারের ঘরে তালা দিয়ে গ্রাহকদের বিক্ষোভ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in