West Bengal Weather: নতুন বছরের শুরুতেও বঙ্গ থেকে উধাও শীত! কী বলছে হাওয়া অফিস?

People's Reporter: বাংলাদেশ ও তার সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে একটি ঘূর্ণবাত। যার জেরে পূবালী হাওয়ার দাপট বাড়তে শুরু করছে দক্ষিণবঙ্গে।বাড়তে শুরু করেছে পারদ। যা আগামী কয়েকদিন চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
West Bengal Weather: নতুন বছরের শুরুতেও বঙ্গ থেকে উধাও শীত! কী বলছে হাওয়া অফিস?
প্রতীকী ছবি

তিনদিন পরেই নিউ ইয়ার। আর এই আবহে জাঁকিয়ে শীতের বদলে দক্ষিণবঙ্গ থেকে কার্যত উধাও ঠান্ডা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, নতুন বছরেও পড়বে না শীত। তবে তারপর থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা আছে। 

বাংলাদেশ ও তার সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে একটি ঘূর্ণবাত। যার জেরে পূবালী হাওয়ার দাপট বাড়তে শুরু করছে দক্ষিণবঙ্গে। ফলে বাড়তে শুরু করেছে পারদ। যা আগামী কয়েকদিন চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে মঙ্গলবার থেকে পারদ কমতে পারে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে।

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আগামী কয়েকদিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। আকাশ পরিস্কার থাকবে। সকালে হালকা ও মাঝারি কুয়াশা থাকবে। বেলা বাড়লে পরিষ্কার আকাশ, কোথাও আংশিক মেঘলা আকাশ। সকালে ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীত কার্যত উধাও। মঙ্গলবারের পর পারা পতনের সম্ভাবনা রয়েছে। 

কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।  

অন্যদিকে, উত্তরবঙ্গে নতুন বছরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী রবিবার থেকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের সিকিম এবং দার্জিলিংয়ের খুব উঁচু এলাকায় হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। বাকি জেলা শুষ্ক থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং,  আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে।  

West Bengal Weather: নতুন বছরের শুরুতেও বঙ্গ থেকে উধাও শীত! কী বলছে হাওয়া অফিস?
Ram Temple: CPIM-এর পথেই রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান এড়াতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in