ক্লার্কশিপে স্বচ্ছ ও দ্রুত নিয়োগের দাবিতে PSC দপ্তরের সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

তিন বছর আগে পিএসসি ক্লার্কশীপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। কিন্তু দেখা যায় তিন বছর অতিক্রম হয়ে গেলেও তাঁরা নিয়োগপত্র হাতে পাননি।
বিক্ষোভকারী চাকরিপ্রার্থীরা
বিক্ষোভকারী চাকরিপ্রার্থীরাছবি - সংগৃহীত
Published on

স্বচ্ছ নিয়োগের দাবিতে এবার বিক্ষোভ দেখালেন পিএসসি চাকরি প্রার্থীরা। বুধবার রাজ্যের পিএসসি অফিসের সামনে নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা। তাঁদের দাবি ২০১৯ সালে ক্লার্কশীপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলেও এখনও নিয়োগ হয়নি।

রাজ্যে দিন দিন বেকারত্ব বাড়ছে। সরকারি শূন্যপদগুলিতে নিয়োগের দাবিতে চাকরিপ্রার্থীরা আন্দোলন করছেন। এসএসসি, টেট, মাদ্রাসার শিক্ষক পদে নিয়োগের দাবিতে পথে নেমেছেন বহু পরীক্ষার্থীরা। এরই মধ্যে বুধবার পিএসসি দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন একাধিক চাকরিপ্রার্থী। তাঁদের অভিযোগ, তিন বছর আগে পিএসসি ক্লার্কশীপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। কিন্তু এখনও তাঁরা নিয়োগপত্র হাতে পাননি।

তাঁরা বলেন, সেক্রেটারিয়েট ডাইরক্টরিয়েট এর চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ হলেও রিজিওনালের মেধাতালিকা প্রকাশ করা হয়নি। বিক্ষোভকারীরা দাবি করেন অবিলম্বে নিয়োগ করতে হবে কমিশনকে। তার পাশাপাশি কমিশনকে দায়িত্ব নিতে হবে নিয়োগ পদ্ধতি যাতে স্বচ্ছ হয়।

উল্লেখ্য, মঙ্গলবার রাজ্যজুড়ে এসএসসি পরীক্ষার দাবিতে চাকরিপ্রার্থীরা বিক্ষোভ দেখান। তাঁদের দাবি রাজ্যে দীর্ঘ ৬ বছর ধরে এসএসসি পরীক্ষা বন্ধ রয়েছে। সেই পরীক্ষা দ্রুত করতে হবে। অস্থায়ী শিক্ষক নিয়োগ বন্ধ করে দ্রুত নতুন শিক্ষক নিয়োগের নোটিফিকেশন জারি করতে হবে। তাঁরা এও বলেন, যতদিন পর্যন্ত না সরকার তাঁদের দাবি মেনে নিচ্ছে ততদিন এই আন্দোলন চলবে।

বিক্ষোভকারী চাকরিপ্রার্থীরা
Recruitment Scam: SSC-র পর এবার দমকল! দুর্নীতির জেরে নিয়োগে স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in