মেয়েদের রাত দখলের কর্মসূচীতে যাবার ঘোষণা তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের, দলের অন্দরে শোরগোল

People's Reporter: সাংসদ সুখেন্দু শেখর লেখেন, “আগামীকালের প্রতিবাদে আমিও যোগ দেব। আমার পরিবারেও একটি মেয়ে আছে, একটি ছোট নাতনি রয়েছে। আসুন একসাথে প্রতিরোধ করি। যাই হোক না কেন আসুন।“
সুখেন্দু শেখর রয়
সুখেন্দু শেখর রয়ফাইল ছবি
Published on

মেয়েদের রাত দখলের কর্মসূচিতে যোগ দেবেন তৃণমূলের মুখপাত্র তথা সাংসদ সুখেন্দু শেখর রায়। মঙ্গলবার রাতে নিজের এক্স হ্যান্ডেলে একথা ঘোষণা করেছেন তিনি। তাঁর এই ঘোষণা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে তৃণমূলের অন্দরে।

এক্স হ্যান্ডেলে রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর লেখেন, “আগামীকাল আমি প্রতিবাদে যোগ দেব। এর বিশেষ কারণ, লক্ষ লক্ষ বাঙালি পরিবারের মতো আমার পরিবারেও একটি মেয়ে আছে, একটি ছোট নাতনি রয়েছে। আমাদের অবশ্যই এই বিষয়ে সরব হতে হবে। অনেক হয়েছে নারীদের প্রতি নিষ্ঠুরতা। আসুন একসাথে প্রতিরোধ করি। যাই হোক না কেন আসুন।“

আরজি কর কাণ্ডের প্রতিবাদে ১৪ আগস্ট রাতে রাস্তায় নামার কর্মসূচী নিয়েছেন মহিলারা। কলকাতার বিভিন্ন জায়গা ছাড়াও শহরতলিতেও এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। আমজনতার পাশাপাশি একাধিক বিশিষ্ট ব্যক্তিরাও এই উদ্যোগে সামিল হবেন বলে জানিয়েছেন। তৃণমূলের একাধিক নেতা প্রকাশ্যে একাধিকবার এই কর্মসূচীকে কটাক্ষ করেছেন। তৃণমূল নেতা কুণাল ঘোষ সরাসরি এই কর্মসূচীর বিরোধিতা করে বলেছেন এরকম কর্মসূচীর কোনও প্রয়োজন নেই। সেই জায়গায় দলের মুখপত্রের সম্পাদক সুখেন্দু শেখর জানিয়েছেন তিনি এই কর্মসূচীতে উপস্থিত থাকবেন।

সাধারণত দলের মুখপত্র বা তার সম্পাদক যা বলেন তাকেই দলের লাইন হিসেবে ধরা হয়। এক্ষেত্রেও কি তাহলে তাই হয়েছে? তৃণমূলের সমর্থন আছে এই কর্মসূচীতে? সেই নিয়ে প্রশ্ন উঠছে। তবে শুখেন্দু শেখর তাঁর পোস্টে কোথাও তৃণমূলের কথা উল্লেখ করেননি। একজন বাবা এবং দাদু হিসেবে তিনি এই কর্মসূচীতে অংশ নেবেন বলেই জানিয়েছেন।

সুখেন্দু শেখর রয়
স্বাধীনতার মাঝরাতে রাজ্য জুড়ে মহিলাদের রাস্তা দখলের ডাক - সামিল হবেন স্বস্তিকা-শুভশ্রীরাও
সুখেন্দু শেখর রয়
RG Kar Hospital Case: আরজি কর কাণ্ডে CBI তদন্তের নির্দেশ! পুলিশ ও হাসপাতালের ভূমিকায় অসন্তুষ্ট আদালত

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in