TMC: দলের কর্মীদের সঙ্গে কুকুরের মত ব্যবহার করছেন, নাম না করে সৌগতকে নিশানা মদনের

নাম না করে তিনি বলেন, 'দলের সবচেয়ে বেশি ক্ষতি যদি কেউ করে থাকে, তাহলে সেটা হলেন ওই ভদ্রলোক। দিনের পর দিন তিনি দলকে ছোট করেছেন। ক্রিমিনালদের বাড়িতে খাচ্ছেন, শুচ্ছেন।'
মদন মিত্র, সৌগত রায়
মদন মিত্র, সৌগত রায়ফাইল চিত্র
Published on

তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে রাজ্যজুড়ে বিক্ষোভ আন্দোলন শুরু হয়েছে। বিক্ষোভ ছড়িয়েছে উত্তর ২৪ পরগনা জেলার কামারহাটিতেও। প্রার্থী বদল না হলে বৃহত্তর আন্দোলনের নামা হবে। এমনই হুঁশিয়ারি দিয়েছে আইএনটিটিইউসি। আর এই ঘটনায় দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়ের বিরুদ্ধে তোপ দাগলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র

নাম না করে তিনি বলেন , 'দলের সবচেয়ে বেশি ক্ষতি যদি কেউ করে থাকে, তাহলে সেটা হলেন ওই ভদ্রলোক। দিনের পর দিন তিনি দলকে ছোট করেছেন। দলের কর্মীদের সঙ্গে কুকুরের মত ব্যবহার করেছেন। ক্রিমিনালদের বাড়িতে খাচ্ছেন, শুচ্ছেন।'

রবিবার বেলঘড়িয়ার রথতলায় একটি অনুষ্ঠানে মদন মিত্র বলেন, "২০০৯ সাল থেকে আমরা তিনবার কামারহাটি থেকে সাংসদ পেয়েছি। কিন্তু দক্ষিণেশ্বর স্কাইওয়াক ও সাগর দত্ত হাসপাতাল ছাড়া আর কী পেয়েছি, জানতে চাই। আজ যখন আমরা নির্বাচনী প্রচারে বেরোলাম, তখন সবাই অভিযোগ জানাতে থাকলেন যে, 'আপনাদের এমন একজন নেতা, যে শুধু বিরিয়ানি খাওয়ায়, তেল মাখায়।"'

কটাক্ষ করে তিনি আরও বলেন, যে দশ হাজার ছেলে চাকরি পেয়েছে সেগুলো কোনোটাই আপনার দেওয়া নয়। জমিদারি নাকি? ১৩ বার প্রতিদ্বন্দ্বিতা করে ৯ বার জিতেছেন। কিন্তু মদন মিত্র ভিখারী নয়। আসন ছেড়ে পালিয়ে যায় না। যাঁরা রোজ আসন বদলান, তাঁদের তিন থেকে পাঁচ বার জিতিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী করেছে। অথচ তাঁরা কামারহাটিকে কী দিয়েছেন?

বিধায়কের অভিযোগ, পঞ্চায়েত মোড়লি করে জায়গাগুলো ঘেঁটে দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ, আপনি শুধু একবার বলেই দিন, মদন মিত্র কামারহাটি দেখবে। ৩৫টি ওয়ার্ডের সবকটি যদি তৃণমূল না পায়, তাহলে আমার পদত্যাগ পত্র আপনার পায়ের কাছে থাকবে।' কিন্তু তার জন্য মারামারি নয়, মানুষ নিশ্চিন্তে দাঁড়িয়ে ভোট দেবেন বলে আশ্বাস দেন তিনি।

সৌগতকে নিশানা করে কামারহাটির বিধায়ক বলেন, উনি বলেছেন ওনার গাড়িতে কোনও ক্রিমিনাল চড়বে না। অথচ ক্রিমিনালদের বাড়িতে খাচ্ছেন, শুচ্ছেন, সবই করছেন। দলের কর্মীদের সঙ্গে কুকুর-বিড়ালের মত ব্যবহার করেছেন। উনি কোনও দিন জেলে যাননি। আমি জেলে গিয়েছি। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। আমি কোনওদিন তৃণমূলের সঙ্গে বেইমানি করব না।

হুঁশিয়ারি দিয়ে মদন বলেন, কামারহাটি নিয়ে খেলা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিটা রয়েছে। নয়তো বুঝিয়ে দিতাম কামারহাটি কাকে বলে।

মদন মিত্র, সৌগত রায়
TMC: 'আজ আমরা কুকুরে পরিণত হয়েছি' - টিকিট না পেয়ে ফেসবুক লাইভে কেঁদে ভাসালেন তৃণমূল নেতা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in