Sandeshkhali: উত্তপ্ত সন্দেশখালি নিয়ে বিরোধীদের ‘উস্কানি’ দেখছে তৃণমূল, কী বললেন কুণাল?

People's Reporter: কুণাল বলেন, “কংগ্রেস, সিপিআইএম, বিজেপি এবং আর একটা দল মানুষকে উস্কে দিয়ে সাময়িক গন্ডগোলের চেষ্টা করছে। সংযত ছিল তৃণমূল এবং পুলিশ। দু’দিন বাদে দেখা যাবে এই সমস্যা আর নেই।’’
কুণাল ঘোষ
কুণাল ঘোষ ফাইল ছবি

গত তিনদিন ধরে উত্তপ্ত সন্দেশখালি। তৃণমূল নেতা শেখ শাহজাহান, শিবুপ্রসাদ হাজরা ও উত্তম সর্দারের গ্রেফতারি দাবি তুলে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে গ্রামবাসীরা। সন্দেশখালির পাশাপাশি জেলিয়াখালিতেও পুড়িয়ে দেওয়া হয় শিবুপ্রসাদের পোল্ট্রি ফার্ম। এরপর জনরোষ আছড়ে পড়ে শিবু হাজরার বাড়ির সামনে। আগুন ধরিয়ে দেওয়া হয় বাড়ির একাংশে। ভাঙচুরও চালানো হয়। আর সন্দেশখালির এই বিক্ষোভে বিরোধীদের ‘উস্কানি’ দেখছে রাজ্যের শাসক দল। তৃণমূলের দাবি, দু’দিন পর আর এই বিক্ষোভ থাকবে না।

শুক্রবার সাংবাদিক বৈঠক করে তৃণমূল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এবং রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও বীরবাহা হাঁসদা। সেখানেই সন্দেশখালি ইস্যুতে বলতে গিয়ে কুণাল বলেন, ‘‘কিছু মানুষের, কিছু ক্ষণের জন্য হয়তো কোনও ক্ষোভ ছিল। কোনও ব্যক্তির গলদ থাকতে পারে। কোনও এক ব্যক্তির সঙ্গে অন্য কোনও এক জনের সমস্যা থাকতে পারে।’’

এরপরেই কুণাল বিরোধীদের বিরুদ্ধে উস্কানির অভিযোগ তুলে বলেন, “সেই সমস্যার জন্য কংগ্রেস, সিপিআইএম, বিজেপি এবং আর একটা দল মানুষকে উস্কে দিয়ে সাময়িক গন্ডগোলের চেষ্টা করছে। প্ররোচনা দিয়েছে। সংযত ছিল তৃণমূল এবং পুলিশ। দু’দিন বাদে দেখা যাবে এই সমস্যা আর নেই।’’

শুক্রবার সারা দিন ধরেই দফায় দফায় সন্দেশখালি থানার সামনে বিক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসীরা। সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ বিক্ষোভ উঠে গেলেও বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছেন শনিবার আবার আন্দোলনে শামিল হবেন তাঁরা। তাই শুক্রবার রাত থেকে ত্রিমোহিনী বাজার-সহ সন্দেশখালি থানা এলাকায় ১৪৪ ধরা জারি করেছে পুলিশ।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারী থেকে নিখোঁজ ইডি আধকারিকদের উপর হামলার ঘটনার মাস্টারমাইন্ড শেখ শাহজাহান। ইতিমধ্যেই ইডি আধিকারকরা তাঁর বাড়িতে তল্লাশিতে গিয়েছিলেন দু’বার। তাঁকে ইডি অফিসে হাজিরার জন্য তলব করেও দেখা মেলেনি।আদালতের পক্ষ থেকে বিশেষ দল গঠন করেও সুরাহা হয়নি। অন্তরালে থেকে জামিনের আবেদনও করেছেন শেখ শাহজাহান। ইডি খুঁজছে তাঁকে। সেই নিয়ে শুক্রবার কুণাল বলেন, ‘‘বিজেপি যা তাড়াহুড়ো করছে, তাতে ইডি না আবার শাহজাহানকে খুঁজতে তাজমহল চলে যায়।’’

কুণাল ঘোষ
Nikhil Wagle: BJP নেতা আদবানি ও প্রধানমন্ত্রীকে অবমাননার অভিযোগে সাংবাদিক নিখিল ওয়াগলের বিরুদ্ধে FIR

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in