ঝড়বৃষ্টিতেও এসএসসি ভবনের সামনে অনশন জারি রাখলেন তিন চাকরিহারা! শুক্রে বৈঠক শিক্ষামন্ত্রীর সঙ্গে

People's Reporter: অন্যদিকে শুক্রবার যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ এসএসসি দপ্তর অভিযানের ডাক দিয়েছে। সল্টলেক করুণাময়ী থেকে এই মিছিল শুরু হবে। শেষ হবে এসএসসি ভবনের সামনে।
অনশনরত তিনজন চাকরিহারা
অনশনরত তিনজন চাকরিহারাছবি - সংগৃহীত
Published on

বৃহস্পতিবার থেকে এসএসসি ভবনের সামনে অনশন শুরু করেছেন তিন চাকরিহারা। এদিন রাতে ঝড়বৃষ্টির মধ্যেও চলেছে তাঁদের অনশন। ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ না করা পর্যন্ত চলবে এই অনশন বলে জানিয়েছেন তাঁরা। শুক্রবার সকালে অনশনরত তিনজনের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। বৃহস্পতিবার রাতেই অনশনরতদের সঙ্গে দেখা করতে যান কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। জানা গেছে, চাকরিহারাদের অনশন প্রত্যাহার করার অনুরোধ জানান তিনি।

অন্যদিকে শুক্রবার যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ এসএসসি দপ্তর অভিযানের ডাক দিয়েছে। সল্টলেক করুণাময়ী থেকে এই মিছিল শুরু হবে। শেষ হবে এসএসসি ভবনের সামনে, যেখানে অনশন চলছে। অন্যদিকে, শুক্রবারই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করতে বিকাশ ভবন যাবেন চাকরিহারারা। জানা যাচ্ছে, এদিন বিকালে বিকাশ ভবনে চাকরিহারাদের সঙ্গে কথা বলবেন শিক্ষামন্ত্রী। বৈঠকে থাকবেন এসএসসির চেয়ারম্যান এবং অন্য প্রতিনিধিরা। আট জন প্রতিনিধি যাবেন বলে এখনও ঠিক হয়েছে।

জানা যাচ্ছে, শুক্রবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে উঠতে পারে ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবি। এ বিষয়ে সরকার কোনও সমাধান সূত্র দিতে পারে কিনা, তা নিয়ে আলোচনা চলছে।

যদিও ইতিমধ্যেই চাকরিহারাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, সুপ্রিম কোর্টে রায়ের ব্যাখ্যা চেয়ে রিভিউ পিটিশন দাখিল করা হবে। তবে এই মুহূর্তে চাকরিহারাদের স্বেচ্ছায় পরিষেবা (ভলান্টারি সার্ভিস) দেওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। চাকরিহারাদের অনেকেই এই প্রস্তাব মানতে না পেরে সসম্মানে চাকরি এবং পদ ফেরানোর দাবিতে সরব হয়েছেন।

বুধবার রাতে সল্টলেকে এসএসসি ভবনের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন চাকরিহারার একাংশ। বৃহস্পতিবার সকালে অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছেন তিন চাকরিহারা – সুমন বিশ্বাস, পঙ্কজ রায় এবং প্রতাপ রানা। যা এখনও চলছে। অন্যদিকে, বৃহস্পতিবার শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলও করেছেন তাঁরা।     

অনশনরত তিনজন চাকরিহারা
লাঠিচার্জের প্রতিবাদে চাকরিহারাদের মিছিল পৌঁছাল ধর্মতলায়! উপস্থিত আরজি করের চিকিৎসকরা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in