

একই দিনে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির দেওয়া দুটি বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশের ওপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। ফলে এখনই ভাঙা হবে না লিলুয়ার একটি বেআইনি নির্মাণ এবং খড়দহের একটি ক্লাব।
মঙ্গলবার বিচারপতি অরিজিৎ ব্যানার্জির ডিভিশন বেঞ্চ বিচারপতি গাঙ্গুলির নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করে। প্রথমে স্থগিতাদেশ জারি করা হয় লিলুয়ার অবৈধ নির্মাণ ভাঙার ওপর। তার এক ঘন্টার মধ্যেই খড়দহের ক্লাব ভাঙার নির্দেশের ওপরও স্থগিতাদেশ জারি করে ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, এখনই ওই নির্মাণগুলি ভেঙে ফেলার প্রয়োজন নেই। ক্লাবটি আগে পরিদর্শন করবে পুরসভা। পুরসভার রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এক সপ্তাহের জন্য স্থগিতাদেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, খড়দহের ক্লাবটি অবৈধভাবে বেআইনি জমির উপর নির্মাণ করা হয়েছে, এই মরমে মামলা দায়ের হওয়ার পর তা ভেঙে ফেলার নির্দেশ দেন বিচারপতি গাঙ্গুলি। ক্লাবের তরফ থেকে জানানো হয়েছিল দানের জায়গায় ক্লাব নির্মাণ করা হয়েছে। কিন্তু বিচারপতি গাঙ্গুলি দানপত্র দেখতে চাইলে তা দেখাতে পারেননি ক্লাব কর্তৃপক্ষ। সেই কারণে ক্লাবটি ভেঙে ফেলার নির্দেশ দেন।
একই ভাবে গত ২৩ নভেম্বর হাওড়ার লিলুয়ায় একটি বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেন বিচারপতি গাঙ্গুলি। ২৯ নভেম্বরের মধ্যে কাজটি সম্পন্ন করার জন্য বলেন তিনি। কাজে কেউ বাধা দিতে এলে তাকে গ্রেফতার করার নির্দেশও পুলিশকে দেন বিচারপতি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন