
লক্ষ্য ছাব্বিশের বিধানসভা নির্বাচন। একুশে জুলাই ধর্মতলায় শসকদলের কর্মসূচীর পরের দিনই নয়া প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তাঁর কথায়, গ্রামের ছোট ছোট সমস্যা সমাধানের জন্য এবার থেকে সরকারি আধিকারিকরা পৌঁছে যাবেন সাধারণ মানুষের কাছে। বুথ কেন্দ্রিক ক্যাম্প করে মানুষের সমস্যা শুনবেন তাঁরা। তারপর সমাধানের চেষ্টা হবে। নয়া এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে 'আমাদের পাড়া আমাদের সমাধান'। মোট আট হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পের জন্য। আগামী ২ আগস্ট থেকে শুরু হবে এই প্রকল্প।
মঙ্গলবার বিকেলে নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, মানুষের ছোট ছোট সমস্যা সমাধানের জন্য এবার থেকে সরকার পথে নামবে। তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী বার বার ‘আত্মনির্ভরতা’র কথা বলেছেন, কিন্তু কার্যক্ষেত্রে কিছু হয়নি"। এরপরেই সরকারের নয়া প্রকল্পের কথা ঘোষণা করেন তিনি। এই প্রকল্পে রাজ্যের ৮০ হাজার বুথের মধ্যে তিনটে করে বুথ নিয়ে একটা সেন্টার হবে। প্রত্যেকটা বুথে একটা জায়গা থাকবে, যেখানে সাধারণ মানুষ নিজেদের ছোট ছোট সমস্যার কথা জানাবেন। বুথ প্রতি ১০ লক্ষ টাকা করে দেবে সরকার।
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এই রকম উদ্যোগ এই প্রথম। গ্রামের ছোট ছোট সমস্যার কথা শুনবেন আমাদের আধিকারিকরা। তিনটে করে বুথ নিয়ে একটা সেন্টার হবে। প্রত্যেকটা বুথে একটা জায়গা থাকবে, যেখানে সাধারণ মানুষ নিজেদের ছোট ছোট সমস্যার কথা জানাবেন। সেই ক্ষেত্রে সরকারি অফিসাররা আলোচনা করে ঠিক করবেন, কতটা কী করতে পারবেন। সব কাজ হবে অনলাইন মাধ্যমে, স্বচ্ছতা মেনে। মানুষ নিজের সমস্যা নিজে জানাতে পারবেন"। তিনি জানান, তিনটে বুথ নিয়ে এক দিন করে ক্যাম্প হবে পাড়ায় পাড়ায়। সমস্যা শোনার পর কাজ করা হবে।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও আমরা চেষ্টা করছি মানুষের মুখের হাসি যাতে কেউ কেড়ে নিতে না পারেন"। তিনি 'দুয়ারে সরকার'-এর প্রসঙ্গ টেনে বলেন, ‘‘আমরা অনেক সময়ে দেখি ছোট ছোট পাড়ায় একটা কলের দরকার, বা অল্প রাস্তার প্রয়োজন— এই সব ছোট ছোট কাজের জন্যই নতুন কর্মসূচি চালু করছে সরকার"।
সরকারের সব দফতর মিলিয়ে যে কাজগুলি চলছে, সেগুলিও চলবে বলে জানিয়েছেন তিনি। তাঁর কথায়, "আমরা যতটা টাকা জোগাড় করতে পারব, তেমন ভাবে হবে।"
এরপরেই মুখ্যমন্ত্রী জানান, হরিয়ানা সরকারের তরফ থেকে পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি জেলার পুলিশ সুপার এবং ডিএমদের কাছে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে কয়েকটি নাম উল্লেখ রয়েছে। ওই নামগুলি যাচাই করে তাদের জানাতে হবে। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘ওরা কী চাইছে, বাংলা দখল করতে? এখানে কি ভাষা সন্ত্রাস চলছে? এ বার জেলা বেছে বেছে মানুষদের সঙ্কটে ফেলার চেষ্টা চলছে। তবে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আমরা আমাদের কাজ আমাদের মতো ঠিক করব। কেউ ভয় পাবেন না। ওরা যদি মনে করে এই সব করে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে মহারাষ্ট্র ও দিল্লির মতো বাংলা জিতব, তবে বিজেপি ভুল করছে"।
তিনি বলেন, ‘‘আমরা ডবল ইঞ্জিন বিজেপি সরকারকে বলব নিজের চরকায় তেল দিন। আপনারা যদি মনে করেন এ ভাবে দেশ চালাবেন, তবে দেশ বিভক্ত হয়ে যাবে"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন