

আদালতে প্রধান বিচারপতির ভর্ৎসনার মুখে পড়ে মামলা প্রত্যাহার করতে বাধ্য হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যাদবপুরকাণ্ডে এনআইএ তদন্তের দাবিতে মামলাটি করেছিলেন শুভেন্দু।
সোমবার শুভেন্দুর মামলার শুনানি ছিল। শুনানি চলাকালীন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম বলেন, "সংবাদপত্র পড়েই কি এই মামলা দায়ের করা হয়েছে? অনেক ঘটনায় আজকাল দেখছি সংবাদপত্র পড়ে মামলা দায়ের করা হচ্ছে। ঠিক তার পরেই দ্রুত শুনানিরও আবেদন জানানো হচ্ছে মামলাকারীর পক্ষ থেকে। এই ধরণের ঘটনা কেন ঘটবে?"
পাশাপাশি তিনি শুভেন্দুর আইনজীবীর উদ্দেশ্যে বলেন, "মামলাকারী কি এই ঘটনার গুরুত্ব বুঝতে পারছেন নাকি পারছেন না? অবিলম্বে মামলা প্রত্যাহার করে নিন, নয়তো মামলা খারিজ করে দেব।" সাথে সংযোজন করেন, আমি তো সংবাদপত্র পড়েই জানতে পারছি যাদবপুরকাণ্ডে পুলিশ পদক্ষেপ গ্রহণ করছে। বিচারপতির ভর্ৎসনার মুখে পড়ে মামলা প্রত্যাহারের কথা জানিয়ে দেন শুভেন্দু অধিকারীর আইনজীবী।
প্রসঙ্গত, যাদবপুরে পড়ুয়া মৃত্যুর ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু। তিনি দাবি করেন, আরএসএফ নামের এক উগ্র বাম মানসিকতার ছাত্র সংগঠন রয়েছে। যারা দেশবিরোধী কার্যকলাপ চালায়। অথচ যাদবপুর থানা খুব কাছেই। তাই এদের ভূমিকা খতিয়ে দেখার জন্য এনআইএ তদন্ত প্রয়োজন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন