
আজকেই সিবিআই দপ্তরে হাজিরা দিতে হবে না পার্থ চট্টোপাধ্যায়কে। আজ বিকেল সাড়ে পাঁচটার মধ্যে সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার একক বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ। কাল সকাল দশটায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি হবে।
নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেছিলেন আব্দুল গনি আনসারি। সেই মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ আজ বিকেল সাড়ে ৫ টার মধ্যে সিবিআই দপ্তরে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল। আদালত খুব স্পষ্ট করে বলেছিল, কোনভাবেই এই হাজিরা এড়াতে পারবেন না পার্থ চট্টোপাধ্যায়। এসএসকেএম হাসপাতালের উডর্বান ওয়ার্ডে ভর্তি হওয়া যাবে না। সিবিআই চাইলে তাঁকে গ্রেফতার করতে পারে।
একক বেঞ্চের সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ চেয়ে তৎক্ষণাৎ ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দ কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয়। ডিভিশন বেঞ্চ জানতে চায় একক বেঞ্চের নির্দেশনামা হাইকোর্টের ওয়েবসাইটে আপলোড হয়েছে কিনা। দেখা যায়, তখনও আপলোড হয়নি। এরপরই একক বেঞ্চের নির্দেশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। পাশাপাশি এসএসসি সংক্রান্ত অন্যান্য সমস্ত মামলাতেও অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করা হয়েছে। আগামীকাল সকাল ১০টা পর্যন্ত এই স্থগিতাদেশ জারি থাকবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন