শিক্ষক নিয়োগ দুর্নীতিতে উঠে এলো ফের নয়া তথ্য। এবার হাইকোর্টে ৫৮ জন 'ভূতুড়ে' শিক্ষকের তালিকা জমা করলো স্কুল সার্ভিস কমিশন(SSC)। কমিশনের দাবি ওই শিক্ষকরা কীভাবে চাকরি পেয়েছেন তার কোনো তথ্যই তাদের জানা নেই।
নিয়োগ দুর্নীতির তদন্তে একাধিকবার আদালতে ভর্ৎসনার মুখে পড়েছে এসএসসি। সেই কমিশনই এবার ৫৮ জন ভুয়ো শিক্ষকের তালিকা দিল হাইকোর্টে। ৫৮ জনের মধ্যে ৪০ জন নবম-দশম শ্রেণির শিক্ষক হিসেবে কর্মরত। বাকি ১৮ জন শিক্ষক চাকরি পেয়েছিলেন একাদশ-দ্বাদশ শ্রেণিতে। কিন্তু কীভাবে চাকরি পেয়েছেন তার কোনো তথ্যই নেই কমিশনের কাছে। তাঁদের পার্সোনালিটি টেস্ট থেকে ইন্টারভিউ কিছুই পাওয়া যায়নি বলে দাবি করেছে এসএসসি। কিন্তু এখনও তাঁরা চাকরিতে বহাল আছেন বলেই দাবি করেছে এসএসসি।
গত সপ্তাহে হাইকোর্টে এই তথ্য রিপোর্ট আকারে পেশ করে কমিশন। এই রিপোর্টে আদালতও কার্যত অবাক হয়েছে। কারণ এসএসসি সমস্ত রিক্রুটমেন্ট করে। সেই জায়গায় কমিশনই জানেনা ওই ৫৮ জন শিক্ষকের চাকরি কী করে হলো। প্যানেলে নাম ছাড়া দীর্ঘদিন ধরে তাঁরা চাকরি করছেনই বা কী করে? চাকরির সুপারিশই বা কে করলো? তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।
অন্যদিকে, আজ অর্থাৎ সোমবার থেকেই হাইকোর্টে শুরু হবে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার চূড়ান্ত শুনানি। সিবিআইও চূড়ান্ত চার্জশিট জমা করে দিয়েছে আদালতে। যে চার্জশিটে নাম রয়েছে ধৃত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টপাধ্যায়ের। যে ক'টি চার্জশিট জমা করা হয়েছে কেন্দ্রীয় সংস্থার তরফ থেকে সবগুলিতেই মূল মাথা হিসেবে পার্থকে দেখানো হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন