

SSC দুর্নীতির মাঝেই চাকরিপ্রার্থীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি হলো। ওয়েটিং লিস্টে থাকা কর্মশিক্ষা ও শারীরশিক্ষার মোট ১৪০৪ জনকে চাকরি দেওয়ার সিদ্ধান্তে শিলমোহর দিল সরকার।
এতদিন ওয়েটিং লিস্টে থেকে দিন গুনছিলেন তাঁরা। রাজ্যের এমন অস্থিরতার মাঝে তাঁদের সকলের চাকরি হবে কিনা সেই নিয়েও ছিল সংশয়। তবে সরকারের সিদ্ধান্তে কিছুটা হলেও খুশির হাওয়া বইছে ওই চাকরিপ্রার্থীদের পরিবারে। সম্প্রতি শারীরশিক্ষায় ৮৫০টি ও কর্মশিক্ষায় ৭৫০টি শূন্যপদ (মোট ১৬০০) তৈরি করা হয়েছিল। তার ভিত্তিতেই বৃহস্পতিবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আপাতত উচ্চপ্রাথমিকে কর্মশিক্ষায় ৫৮১ জন ও শারীরশিক্ষায় ৮২৩ জনকে নিয়োগ করবে স্কুল সার্ভিস কমিশন। কাউন্সেলিং শুরু হবে ১০ নভেম্বর থেকে।
অন্যদিকে বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি নির্দেশ দেন, ২০১৪ ও ২০১৭ সালে প্রাথমিকের টেট পরীক্ষায় ৮২ নম্বর পাওয়া সকলকেই উত্তীর্ণ দেখাতে হবে। এদের নিয়োগ প্রক্রিয়ায় পর্ষদ কোনো ভাবেই বাধা দিতে পারবে না। চাকরিপ্রার্থীরা চাইলে ফর্ম ফিলআপ করতে পারবেন।
মামলাকারীদের অভিযোগ, পর্ষদ তাঁদেরকে অনুত্তীর্ণ বলে ঘোষণা করেছিল। কিন্তু টেটে তাঁরা ১৫০ নম্বরের মধ্যে ৮২ নম্বর পেয়েছিলেন। অর্থাৎ ৫৪.৬৭%। আদালতে মামলাকারীদের আইনজীবী বলেন, নিয়মানুযায়ী ৫৪.৬৭%-কে ৫৫% ধরতে হবে। অর্থাৎ সকলকেই উত্তীর্ণ হিসেবে গণ্য করতে হবে। ফলে যোগ্যতা অর্জনে কোথাও বাধা থাকবে না।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন