SSC: কর্মশিক্ষা-শারীরশিক্ষায় ওয়েটিং লিস্টে থাকা ১৪০৪ জনকেই চাকরি, জারি বিজ্ঞপ্তি

শারীরশিক্ষায় ৮৫০টি ও কর্মশিক্ষায় ৭৫০টি শূন্যপদ তৈরি করা হয়েছিল। উচ্চপ্রাথমিকে কর্মশিক্ষায় ৫৮১ জন ও শারীরশিক্ষায় ৪২৩ জনকে নিয়োগ করবে স্কুল সার্ভিস কমিশন।
SSC: কর্মশিক্ষা-শারীরশিক্ষায় ওয়েটিং লিস্টে থাকা ১৪০৪ জনকেই চাকরি, জারি বিজ্ঞপ্তি
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন

SSC দুর্নীতির মাঝেই চাকরিপ্রার্থীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি হলো। ওয়েটিং লিস্টে থাকা কর্মশিক্ষা ও শারীরশিক্ষার মোট ১৪০৪ জনকে চাকরি দেওয়ার সিদ্ধান্তে শিলমোহর দিল সরকার।

এতদিন ওয়েটিং লিস্টে থেকে দিন গুনছিলেন তাঁরা। রাজ্যের এমন অস্থিরতার মাঝে তাঁদের সকলের চাকরি হবে কিনা সেই নিয়েও ছিল সংশয়। তবে সরকারের সিদ্ধান্তে কিছুটা হলেও খুশির হাওয়া বইছে ওই চাকরিপ্রার্থীদের পরিবারে। সম্প্রতি শারীরশিক্ষায় ৮৫০টি ও কর্মশিক্ষায় ৭৫০টি শূন্যপদ (মোট ১৬০০) তৈরি করা হয়েছিল। তার ভিত্তিতেই বৃহস্পতিবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আপাতত উচ্চপ্রাথমিকে কর্মশিক্ষায় ৫৮১ জন ও শারীরশিক্ষায় ৮২৩ জনকে নিয়োগ করবে স্কুল সার্ভিস কমিশন। কাউন্সেলিং শুরু হবে ১০ নভেম্বর থেকে।

বিজ্ঞপ্তি
বিজ্ঞপ্তি

অন্যদিকে বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি নির্দেশ দেন, ২০১৪ ও ২০১৭ সালে প্রাথমিকের টেট পরীক্ষায় ৮২ নম্বর পাওয়া সকলকেই উত্তীর্ণ দেখাতে হবে। এদের নিয়োগ প্রক্রিয়ায় পর্ষদ কোনো ভাবেই বাধা দিতে পারবে না। চাকরিপ্রার্থীরা চাইলে ফর্ম ফিলআপ করতে পারবেন।

মামলাকারীদের অভিযোগ, পর্ষদ তাঁদেরকে অনুত্তীর্ণ বলে ঘোষণা করেছিল। কিন্তু টেটে তাঁরা ১৫০ নম্বরের মধ্যে ৮২ নম্বর পেয়েছিলেন। অর্থাৎ ৫৪.৬৭%। আদালতে মামলাকারীদের আইনজীবী বলেন, নিয়মানুযায়ী ৫৪.৬৭%-কে ৫৫% ধরতে হবে। অর্থাৎ সকলকেই উত্তীর্ণ হিসেবে গণ্য করতে হবে। ফলে যোগ্যতা অর্জনে কোথাও বাধা থাকবে না।

SSC: কর্মশিক্ষা-শারীরশিক্ষায় ওয়েটিং লিস্টে থাকা ১৪০৪ জনকেই চাকরি, জারি বিজ্ঞপ্তি
প্রেমিকের সাহায্যে তরুণীকে গণধর্ষণ তৃণমূল কাউন্সিলরের, দাঁইহাট কাণ্ডের মাঝেই ফের অস্বস্তিতে শাসক দল
SSC: কর্মশিক্ষা-শারীরশিক্ষায় ওয়েটিং লিস্টে থাকা ১৪০৪ জনকেই চাকরি, জারি বিজ্ঞপ্তি
লক্ষাধিক টেট প্রার্থী নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন, নির্দেশ কলকাতা হাইকোর্টের
SSC: কর্মশিক্ষা-শারীরশিক্ষায় ওয়েটিং লিস্টে থাকা ১৪০৪ জনকেই চাকরি, জারি বিজ্ঞপ্তি
প্রাক্তনীরা সাহায্য করবে, এটাই নিয়ম! - যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্থিক সংকট মানতে নারাজ ব্রাত্য

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in