

‘আনিশ খানের খুনীদের শাস্তির দাবিতে আমাদের সংগ্রাম চলছে চলবে’ – এই শ্লোগান তুলে শুক্রবার কলকাতা আন্তর্জাতিক পুস্তকমেলায় বিক্ষোভ দেখালো এসএফআই। এদিন বইমেলায় ‘স্টুডেন্টস লাইভস ম্যাটারস’ ব্যানার নিয়ে এদিন এসএফআই সমর্থকরা সভা করে। যদিও পুলিশ প্রথমে তাঁদের আটকানোর বিস্তর চেষ্টা করেন। কিন্তু ছাত্রদের জেদের কাছে হার মানতে হয় পুলিশকে। পরে ছাত্র সংগ্রাম স্টলের সামনেই শ্লোগান তুলে বিক্ষোভ দেখায় এসএফআই সমর্থকরা।
বিক্ষোভকারীদের হাতে ছিলো স্বপন কোলে, সইফুদ্দিন মোল্লা, আনিশ খান, তিলক টুডু, মৈনুল মিদ্দা, তুহিনা খাতুন, সুদীপ্ত গুপ্ত-র ছবি। সভাতে উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সভাপতি প্রতীক উর রহমান। সংক্ষিপ্ত সভায় বক্তব্যও রাখেন তিনি। এছাড়াও বক্তব্য রাখেন এসএফআই কলকাতা জেলা কমিটির সম্পাদক মহম্মদ আতিফ।
সভায় প্রতীক উর রহমান বলেন, "আজ পুলিশ আমাদের আটকালো, এতে প্রমাণ হয়েছে ওরা আমাদের ভয় পাচ্ছে। এই ভয়টা জরুরি। ওরা SFI-কে ভয় পায়। সবে তো আন্দোলন শুরু হয়েছে। এই লড়াই এতো সহজে থামবে না। আরও বাড়বে। আমাদের উপর যত আন্দোলন হয়েছে আমরা আরও দ্বিগুণ শক্তি নিয়ে রুখে দাঁড়িয়েছি, ইতিহাস সাক্ষী আছে।"
আনিস খানের হত্যাকারীদের সরকার গোপন করার চেষ্টা করছে বলে অভিযোগ এসএফআইয়ের। সিট সঠিক রিপোর্ট দেবে না বলে আশঙ্কা করেছে তারা। আদালতে সরকারি আইনজীবী তথ্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করতে পারে, এমন আশঙ্কাও রয়েছে তাদের।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন