

গ্রুপ ডি কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগে বাম ছাত্র-যুবদের এসএসসি ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। বাম ছাত্র-যুবদের অভিযোগ তাঁদের শান্তিপূর্ণ মিছিলের ওপর হামলা চালিয়েছে পুলিশ। বিক্ষোভ দেখানোর সময় তাঁদের মহিলা সমর্থকদের শারীরিকভাবে নিগ্রহ করেছেন পুরুষ পুলিশকর্মীরা। পুলিশের সাথে তাদের ধস্তাধস্তিও হয়। একাধিক ছাত্র-যুবনেতাকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে করুণাময়ী সংলগ্ন এলাকায়।
গ্রুপ ডি কর্মী নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে। দুর্নীতিতে জড়িত আধিকারিকদের শাস্তি, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ বিকেলে এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছিল বামেদের ছাত্র সংগঠন এসএফআই এবং যুব সংগঠন ডিওয়াইএফআই। এসএফআই-ডিওয়াইএফআই নেতা-কর্মী-সমর্থকরা মিছিল করে কমিশনের দফতরের যাওয়ার সময় করুণাময়ী তাঁদের আটকায় পুলিশ। ব্যারিকেড দিয়ে ঘিরে দেয় রাস্তা। ছাত্র-যুবরা ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে পুলিশের সাথে ধস্তাধস্তি বাধে তাঁদের। সেখানেই অবস্থানে বসেন তাঁরা।
তাঁদের অভিযোগ, বিনা প্ররোচনায় তাঁদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। পুলিশের লাঠির ঘায়ে আহত হয়েছেন একাধিক কর্মী-সমর্থক। মহিলা কর্মীদের শারীরিক নিগ্রহ করেছেন পুরুষ পুলিশকর্মীরা বলেও অভিযোগ করেন তাঁরা।
এই ঘটনায় ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা, নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়, এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য একাধিক ছাত্র-যুব নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন