Weather Forecast: ফের নিম্নচাপ! সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হতে পারে বৃষ্টি

People's Reporter: কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলী সহ একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
ছবি - প্রতীকী
ছবি - প্রতীকী
Published on

ফের ভিজতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সপ্তাহান্তেই বজ্রিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বর্ষা বিদায়ের মুখে ফের বৃষ্টির ভ্রূকুটি। সাধারণত ৬-১০ অক্টোবরের মধ্যে রাজ্যে বর্ষা বিদায়ের পালা শুরু হয়ে যায়। কিন্তু বেশ কয়েকটি নিম্নচাপের কারণে ফের বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে। হিমালয়ের পাদদেশে মৌসুমি অক্ষরেখা অবস্থান করছে। সেটি স্থান পরিবর্তন করে ক্রমশ দক্ষিণবঙ্গের দিকে আসবে। ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের সঞ্চয় হবে রাজ্যে। সেই কারণেই বৃষ্টিপাত শুরু হবে। কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলী সহ একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির পূর্বাভাসে কিছুটা হলেও চিন্তায় পুজো কমিটির কর্তারা এবং ব্যবসায়ীরা। কারণ প্যান্ডেলের কাজ জোরকদমে চলছে। কেনাকাটারও ব্যাঘাত ঘটতে পারে। তবে বৃষ্টি মাথায় করে বাঙালি যে আনন্দে মেতে উঠবে তার উদাহরণ অতীতেও আছে।

আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, শুক্রবার আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হবে। ফলে দক্ষিণবঙ্গে এখনই বৃষ্টি বিদায় নেবে না। মৌসম ভবন সূত্রে খবর, দেশের বিভিন্ন অংশ থেকে বর্ষা বিদায় নিতে শুরু করে দিয়েছে। রাজস্থান থেকে এক সপ্তাহ পর বর্ষা বিদায় নিচ্ছে।

ছবি - প্রতীকী
Abhishek Banerjee: এবার আদালতের নজরে অভিষেক ব্যানার্জির মা! ইডিকে সম্পত্তির হিসাব জমা করার নির্দেশ
ছবি - প্রতীকী
বকেয়া আদায়ে এরপর নবান্ন, হাইকোর্টেও যাবো - খেতমজুরদের সমাবেশ থেকে দুই সরকারের বিরুদ্ধেই লড়াইয়ের ডাক

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in