
পুজোর মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। যা পরিণত হতে পারে নিম্নচাপে। নবমী থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ষষ্ঠীর মধ্যেই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। যার ফলে নবমী-দশমী দক্ষিবঙ্গের জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পুজোর মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া এবং হুগলীতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। এই ৬ জেলায় নবমীর দিন ৩০-৪০ শতাংশ এবং দশমীর দিন ৭০ থেকে ৮০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত আকাশ মূলত পরিষ্কারই থাকবে। ফলে বাঙালির শ্রেষ্ঠ উৎসব মাটি হবে না বলেই মনে করা হচ্ছে।
বুধবার কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং ২৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী দু'দিনও প্রায় একই রকম তাপমাত্রা থাকবে কলকাতায়।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন