
তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরলেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি। কংগ্রেস ছেড়ে ভুল করেছেন বলে জানান তিনি। পাশাপাশি সকল কর্মী ও নেতাদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।
বুধবার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ একাধিক কংগ্রেস নেতৃত্বের উপস্থিতিতে নিজের পুরনো দলে ফিরলেন অভিজিৎ মুখার্জি। সূত্রের খবর, আগামী বিধানসভা নির্বাচন কংগ্রেসের তরফ থেকে তাঁকে প্রার্থী করা হতে পারে।
প্রণব পুত্র সাংবাদিক সম্মেলনে বলেন, ''গত জুন মাসে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সাথে দেখা করে আমি কংগ্রেসে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলাম। বেশ কিছুদিন ধরেই এই বিষয়ে আলোচনা চলছিল। কংগ্রেস পার্টিতে আমার দ্বিতীয় জন্মদিন হল। আমি খুব খুশি এবং কৃতজ্ঞ কারণ আমাকে পুনরায় কংগ্রেস দলে নেওয়া হল"।
তিনি আরও বলেন, "কংগ্রেস ছেড়ে গিয়ে অরাজনৈতিক ভুল করেছিলাম। তার জন্য আমি ক্ষমা চাইছি। কংগ্রেস ছেড়ে যাওয়া আমার উচিত হয়নি। দিল্লির নির্বাচন প্রমাণ করে দিয়েছে কংগ্রেসের বিকল্প কিছু নেই। যদি আমাকে দল কোনো দায়িত্ব দেয় তাহলে আমার প্রথম কাজ হবে প্রত্যন্ত গ্রামে যাওয়া। যাঁরা কংগ্রেস ছেড়ে চলে গিয়েছিলেন তাঁদেরকে অনুরোধ করে ফিরিয়ে আনব। কংগ্রেস ছাড়া ভারতে সকলকে একসাথে নিয়ে চলার কাজ আর কোনও দল করতে পারে না। আর পারবেও না"।
প্রসঙ্গত, ২০১২ সালে জঙ্গিপুর কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জয়ী হন প্রণব পুত্র। ২০১৪ লোকসভা নির্বাচনেও জয়ী হন তিনি। কিন্তু ২০১৯ লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের কাছে পরাজিত হন। এরপর ২০২১ বিধানসভা নির্বাচনের পর তৃণমূলে যোগ দেন অভিজিৎ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন