Kolkata: দীপাবলিতে কলকাতায় দূষণ অনেক কম, কমেছে শব্দবাজির তাণ্ডবও! দাবি সিপি মনোজ বর্মার

People's Reporter: কিন্তু বাস্তবে চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন। স্থানীয় সূত্রে জানা গেছে, দীপাবলির রাতে দমদম, নিউটাউন, যাদবপুর, পার্কস্ট্রিট, বিধাননগর— সর্বত্রই গভীর রাত পর্যন্ত চলেছে শব্দবাজির তাণ্ডব।
মনোজ কুমার বর্মা
মনোজ কুমার বর্মাছবি - সংগৃহীত
Published on

দীপাবলি মানেই আলোর উৎসব। রাতভর চলে আতশবাজি-শব্দবাজির তাণ্ডব। এবছরও তার অন্যথা হয়নি। সমস্ত নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাতভর চলেছে শব্দবাজি। তবে কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মার গলায় শোনা গেল অন্য সুর। তাঁর দাবি, গত বছরের তুলনায় এ বার পরিস্থিতি অনেকটাই ভাল, এবং ভারতের অন্যান্য বড় শহরের তুলনায় কলকাতার দূষণের মাত্রা কম।

সোমবার দীপাবলির পর মঙ্গলবার সকালে সিপি মনোজ বর্মা বলেন, ‘‘শব্দ ৯০ ডেসিবলের থেকে কম রয়েছে মানে তা সীমার মধ্যেই রয়েছে। এ সংক্রান্ত সীমা ১২৫ ডেসিবল। এ ছাড়া, আমরা সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বায়ুদূষণের উপরেও নজর রেখেছিলাম। তখনও পর্যন্ত সারা ভারতের অন্যান্য বড় শহরের তুলনায় কলকাতায় দূষণ কম ছিল। রাত ১০টা কিংবা ১২টার রিপোর্ট খতিয়ে দেখলে গোটা চিত্রটা স্পষ্ট হবে।’’

তাঁর দাবি, চলতি বছর শহর কলকাতায় শব্দদূষণ এবং বায়ুদূষণ - দুটোই কম হয়েছে। ভারতের সমস্ত বড় শহরের তুলনায় কলকাতায় এবার দূষণ অনেক কম বলে দাবি মনোজের।

কিন্তু আমজনতার দাবি সম্পূর্ণ ভিন্ন। স্থানীয় সূত্রে জানা গেছে, দীপাবলির রাতে দমদম, নিউটাউন, যাদবপুর, পার্কস্ট্রিট, বিধাননগর— সর্বত্রই গভীর রাত পর্যন্ত চলেছে শব্দবাজির তাণ্ডব। রাত ২টো বেজে গেলেও থামেনি চকলেট বোমা, তুবড়ির উল্লাস। কোথাও কোথাও চলন্ত ট্রেনের কামরা লক্ষ্য করে ছোড়া হয়েছে বাজি— আতঙ্কে সিঁটিয়েছেন যাত্রীরা ও পথচারীরা।

সন্ধ্যা ৮টা থেকে ১০টা পর্যন্ত শুধুমাত্র ‘সবুজ বাজি’ পোড়ানোর অনুমতি থাকলেও সেই নিয়ম মানার বালাই ছিল না। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শব্দবাজির তীব্রতা বেড়েছে। বালিগঞ্জ ও বিধাননগরের বাতাসের গুণমান সূচক (AQI) মধ্যরাতের পর ছাড়িয়ে যায় ৪০০— যা 'বিপজ্জনক' পর্যায়। অনেক এলাকাতেই কলকাতা দূষণে দিল্লিকেও টেক্কা দিয়েছে বলে জানা গেছে।

পরিসংখ্যান বলছে, সোমবার রাত ১২টা পর্যন্ত ৪১ টি অভিযোগ জমা পড়েছে দূষণ নিয়ন্ত্রক পর্ষদের কাছে। এর মধ্যে কসবা, নিউ আলিপুর, সল্টলেক, শিয়ালদা, যোধপুর পার্ক, ভবানীপুর, বালিগঞ্জ থেকে সব থেকে বেশি অভিযোগ জমা পড়েছে।

অন্যদিকে, পুলিশ সূত্রে খবর, এদিন রাত ১২টা পর্যন্ত শব্দবাজি সংক্রান্ত শতাধিক রিপোর্ট জমা পড়েছে। গ্রেফতার হয়েছে ১৮৩ জন। এছাড়া অন্যান্য অপরাধে ৪৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। জুয়া খেলতে গিয়ে ধরা পড়েছে ৬জন। এছাড়া মোট ৮৫১.৪৫ কেজি বেআইনি বাজি বাজেয়াপ্ত করা হয়েছে।

আরও জানা গেছে, দীপাবলির রাতে ট্র্যাফিক আইন ভেঙেছেন ৮৮২ জন। যার মধ্যে হেলমেট ছাড়া বাইক চালানোর ঘটনা ঘটেছে ৫১৪টি। বেপরোয়া গাড়ি চালানোর ঘটনা ঘটেছে ১১৫টি। মত্ত অবস্থায় গাড়ি চালানোর ঘটনায় ৯৯ জনকে এবং অন্যান্য নানা অপরাধে ১৫৬ জনকে জরিমানা করা হয়েছে।

মনোজ কুমার বর্মা
SIR-এর নামে মানুষকে আতঙ্কিত করতে চাইছে বিজেপি-তৃণমূল, কমিশনকে হুঁশিয়ারি দিতে জমায়েতের ডাক বামেদের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in