RG Kar Case: ৯ ফেব্রুয়ারি মেয়ের জন্মদিনে ফের পথে নামার আর্জি আরজি করের নির্যাতিতার বাবা-মার

People's Reporter: নির্যাতিতার মা বলেন, 'আমরা হতাশ হব না, ভেঙে পড়ব না, বেঁচে থাকব, শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব সঠিক বিচারের দাবিতে।'
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - সংগৃহীত
Published on

আগামী ৯ ফেব্রুয়ারি আরজি করের নিহত চিকিৎসকের জন্মদিন। সেই দিন আরজি কর কাণ্ডেরও ৬ মাস পূর্ণ হচ্ছে। এই দিনকে মাথায় রেখে ফের পথে নামছেন নির্যাতিতার বাবা-মা। বিচারের দাবিতে সাধারণ মানুষকেও তাঁদের সাথে পথে নামার আর্জি জানাল নির্যাতিতার পরিবার।

নির্যাতিতার পরিবার একটি ভিডিও বার্তার মাধ্যমে রাজ্যের মানুষদের কাছে আবেদন জানিয়েছে, “৯ আগষ্ট আমার মেয়ে মারা গেছে। ৯ ফেব্রুয়ারি তাঁর জন্মদিন। পাশাপাশি, ওই ভয়াবহ ঘটনার ছ’মাস হচ্ছে। এখনও আমরা বিচার পাইনি। আমরা ৯ ফেব্রুয়ারি রাজপথে নামব। গত ছয় মাস ধরে জনগণ আমাদের পাশে রয়েছে। তাই আমি জনগণের কাছে আবারও ৯ ফেব্রুয়ারি রাজপথে নামার আবেদন জানাচ্ছি”।

পাশাপাশি, ওই দিন সকলকে একটি করে ফুল গাছের চারা লাগানোর জন্যও অনুরোধ করেন নির্যাতিতার মা। তিনি বলেন, “আমার মেয়ে ফুল গাছ খুব পছন্দ করত। তাই আমি আপনাদের প্রত্যেককে নিজ নিজ বাড়িতে বা কর্মস্থলে একটি করে চারা লাগাতে অনুরোধ করছি”। তিনি বললেন, 'আমরা হতাশ হব না, ভেঙে পড়ব না, বেঁচে থাকব, শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব সঠিক বিচারের দাবিতে।'

প্রতীকী ছবি
Saline Case: মেদিনীপুর মেডিক্যাল কলেজের স্যালাইনে কোনও ভেজাল ছিল না! হাইকোর্টে রিপোর্ট পেশ রাজ্যের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in