

গত ২৩ অক্টোবর বারাণসীতে থিওসফিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত। জানা গেছে, অনুষ্ঠানেই তাঁর সেরিব্রাল অ্যাটাক হয়। দ্রুত তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এক মাসের বেশি সময় ওই হাসপাতালেই তিনি ভর্তি ছিলেন। এদিন সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।
সুবক্তা এবং স্পষ্ট কথা বলার জন্য বিশেষ পরিচিত ছিলেন পঙ্কজ দত্ত। সাম্প্রতিক সময়ে সংবাদমাধ্যমের বিভিন্ন আলোচনায় তিনি বলিষ্ঠ বক্তব্য পেশ করতেন। তাঁর গঠনমূলক সমালোচনা সাধারণের দৃষ্টি আকর্ষণ করত। অন্যান্য বিষয়ের মত সম্প্রতি আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদেও সরব হয়েছিলেন তিনি।
সম্প্রতি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গেছিলেন পঙ্কজ দত্ত। যে অনুষ্ঠানে তাঁর বক্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। যার জেরে তাঁকে নোটিশ পাঠায় কলকাতা পুলিশ। এরপর বড়তলা থানাতে হাজিরা দেন তিনি এবং তাঁর বয়ান রেকর্ড করা হয়।
বারাণসীতে গিয়ে অসুস্থ হবার পর তাঁর অসুস্থতার জন্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, 'সম্প্রতি আর জি করের ঘটনায় কলকাতা পুলিশের নিন্দা করেন পঙ্কজ দত্ত। এর পর বড়তলা থানায় তাঁকে ডেকে পাঠানো হয়। দিনভর তাঁকে বসিয়ে রাখা হয়, এককাপ চা পর্যন্ত দেওয়া হয়নি। মমতার পুলিশ ওঁর স্বাস্থ্যের এই অবস্থার জন্য দায়ী। ওঁকে চূড়ান্ত মানসিক অশান্তিতে রাখা হয়েছিল।”
পঙ্কজ দত্তের প্রয়াণে শোকের ছায়া নেমেছে বিভিন্ন মহলে। এদিন তাঁর মৃত্যু সংবাদ পেয়ে চিত্রশিল্পী সমীর আইচ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, শাসকদল যেভাবে তাঁর কণ্ঠস্বর রোধ করলেন তা ভাবতেও পারছি না। আজ বাঙালির বেদনার দিন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন