KMC Poll: তৃণমূল-বিজেপি বিরোধিতাই আমাদের অগ্রাধিকার - কলকাতা পুরভোটের প্রার্থী তালিকা ঘোষণা বামেদের

বামেদের পক্ষ থেকে বলা হয়, 'কলকাতার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৬টি ওয়ার্ডে প্রার্থী দেব না আমরা। এই ১৬টি আসনে যারা তৃণমূল-BJPকে হারাতে পারবে, তাদের সমর্থন করবো আমরা। এই সব দলের মধ্যে কংগ্রেস ও ISF আছে।'
KMC Poll: তৃণমূল-বিজেপি বিরোধিতাই আমাদের অগ্রাধিকার - কলকাতা পুরভোটের প্রার্থী তালিকা ঘোষণা বামেদের
প্রতীকী ছবি সংগৃহীত
Published on

কলকাতা কর্পোরেশন নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করলো বামফ্রন্ট। আজ বিকেলে প্রমোদ দাশগুপ্ত ভবন থেকে সাংবাদিক বৈঠক করে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। তবে প্রায় ১৬টি ওয়ার্ডে প্রার্থী ঘোষণা করেনি বামেরা। বামেদের তরফ থেকে বলা হয়েছে, এই আসনগুলিতে যাদের তৃণমূল-বিজেপিকে হারানোর সম্ভাবনা রয়েছে পারবে

প্রার্থী তালিকা প্রকাশের পর রাজ‍্যের শাসকদলকে আক্রমণ করে বামেদের পক্ষ থেকে বলা হয়, শাসকদলের মদতে কলকাতায় বেআইনি নির্মাণ ক্রমশ বেড়েই চলেছে। ক্লাব, কমিটি সবকিছু জোর করে দখল করে নিচ্ছে শাসকদল। এরপর ক্লাবের ছেলেদের নিজেদের কাজে লাগায়‌। বিরোধীদের সবসময় আটকানোর চেষ্টা করে শাসকদল।

তৃণমূল এবং বিজেপির বিরোধিতাই বামেদের প্রধান অগ্রাধিকার বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছে বামেরা। বলা হয়েছে, 'কলকাতার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৬টি ওয়ার্ডে প্রার্থী দেব না আমরা। বিজেপি নৈব নৈব চ। তৃণমূলকে হারাতে না পারলে পরিস্থিতি বদলাবে না। এই ১৬টি আসনে যারা তৃণমূল-বিজেপিকে হারাতে পারবে, তাদের সমর্থন করবো আমরা। এই সব দলের মধ্যে কংগ্রেস ও আইএসএফ আছে।'

সাংবাদিক বৈঠকে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের দাবি জানিয়েছে বামেরা। বলা হয়, মানুষ যাতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, সেই ব‍্যবস্থা করতে হবে কমিশনকে।

বামেদের প্রকাশিত তালিকা -

KMC Poll: তৃণমূল-বিজেপি বিরোধিতাই আমাদের অগ্রাধিকার - কলকাতা পুরভোটের প্রার্থী তালিকা ঘোষণা বামেদের
Municipal Polls: রাজ্যের কেনা পুরনো ইভিএমেই পুরভোট করবে নির্বাচন কমিশন, থাকছে না ভিভিপ্যাটও

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in