

কলকাতা কর্পোরেশন নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করলো বামফ্রন্ট। আজ বিকেলে প্রমোদ দাশগুপ্ত ভবন থেকে সাংবাদিক বৈঠক করে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। তবে প্রায় ১৬টি ওয়ার্ডে প্রার্থী ঘোষণা করেনি বামেরা। বামেদের তরফ থেকে বলা হয়েছে, এই আসনগুলিতে যাদের তৃণমূল-বিজেপিকে হারানোর সম্ভাবনা রয়েছে পারবে
প্রার্থী তালিকা প্রকাশের পর রাজ্যের শাসকদলকে আক্রমণ করে বামেদের পক্ষ থেকে বলা হয়, শাসকদলের মদতে কলকাতায় বেআইনি নির্মাণ ক্রমশ বেড়েই চলেছে। ক্লাব, কমিটি সবকিছু জোর করে দখল করে নিচ্ছে শাসকদল। এরপর ক্লাবের ছেলেদের নিজেদের কাজে লাগায়। বিরোধীদের সবসময় আটকানোর চেষ্টা করে শাসকদল।
তৃণমূল এবং বিজেপির বিরোধিতাই বামেদের প্রধান অগ্রাধিকার বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছে বামেরা। বলা হয়েছে, 'কলকাতার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৬টি ওয়ার্ডে প্রার্থী দেব না আমরা। বিজেপি নৈব নৈব চ। তৃণমূলকে হারাতে না পারলে পরিস্থিতি বদলাবে না। এই ১৬টি আসনে যারা তৃণমূল-বিজেপিকে হারাতে পারবে, তাদের সমর্থন করবো আমরা। এই সব দলের মধ্যে কংগ্রেস ও আইএসএফ আছে।'
সাংবাদিক বৈঠকে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের দাবি জানিয়েছে বামেরা। বলা হয়, মানুষ যাতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, সেই ব্যবস্থা করতে হবে কমিশনকে।
বামেদের প্রকাশিত তালিকা -
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন