OBC Certificate: ওবিসি শংসাপত্রের সাথে কোনও ধর্মের সম্পর্ক নেই, বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী

People's Reporter: মুখ্যমন্ত্রী বলেন, “ওবিসি শংসাপত্র নিয়ে কোনও ধর্মের কোনও সম্পর্ক নেই। আর্থিক অনগ্রসরতার ভিত্তিতে সমীক্ষা হয়েছে"।
মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়ছবি - মমতা ব্যানার্জি ফেসবুক পেজ থেকে স্ক্রিনশট
Published on

'ওবিসি শংসাপত্রের সাথে কোনও ধর্মের সম্পর্ক নেই!' মঙ্গলবার বিধানসভা অধিবেশনে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও মুখ্যমন্ত্রীর সেই দাবিকে অসত্য বলে দাবি করে অধিবেশন ছেড়েছেন শুভেন্দু-সহ বিজেপি বিধায়করা। বিধানসভা গেটের সামনে এসে বিক্ষোভ দেখান তাঁরা। বিজেপি পরিষদীয় দলের দাবি, বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর বিরোধী দলনেতাকে বক্তব্যের সুযোগ দেননি স্পিকার।

হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণির সংরক্ষণে নয়া বিধি আনতে চলেছে রাজ্য সরকার। গত ২ জুন মন্ত্রিসভায় এনিয়ে সংশোধিত তালিকার খসড়া পেশ করে অনগ্রসর কল্যাণ দফতর। সেই খসড়ায় সিলমোহরও দিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, আগের তলিকায় ৬৬টি জাতির নাম ছিল। সেই সংখ্যা কমিয়ে ৬৪ করা হয়েছে। সঙ্গে নতুন করে আরও ৭৬ টি জাতি যুক্ত করা হয়েছে। যার ফলে এখন তালিকায় অন্যান্য অনগ্রসর শ্রেণির সংখ্যা বেড়ে হল ১৪০।

মঙ্গলবার রাজ্যের বিধানসভার বাদল অধিবেশনে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ওবিসি নিয়ে 'অপপ্রচার ও বিভ্রান্তি' রুখতে বক্তৃতা দেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, “ওবিসি নিয়ে কলকাতা হাইকোর্ট একটি নির্দেশ দেয়। বেশ কিছু ওবিসিকে তালিকা থেকে বাদ দেওয়া হয়। বাংলার চাকরিপ্রার্থীরা বিপদে পড়েন। কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছি। সেই মামলা বিচারাধীন রয়েছে"।

ওবিসি শংসাপত্র নিয়ে অপপ্রচারের অভিযোগে মুখ্যমন্ত্রী বলেন, “ওবিসি শংসাপত্র নিয়ে কোনও ধর্মের কোনও সম্পর্ক নেই। আর্থিক অনগ্রসরতার ভিত্তিতে সমীক্ষা হয়েছে। ওবিসি এ বিভাগে ৪৯টি এবং ওবিসি বি বিভাগে ৯১টি শ্রেণি রয়েছে। আরও ৫০টি অন্তর্ভুক্ত হবে। সমীক্ষা চালানো হচ্ছে। সুপ্রিম কোর্টের দেওয়া সময়সীমার মধ্যেই কাজ শেষ করা হবে"।

মুখ্যমন্ত্রীর এই দাবি অসত্য বলে দাবি করে বিধানসভা ছাড়েন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়কেরা। এই প্রসঙ্গে বিজেপি পরিষদীয় দলের দাবি, মুখ্যমন্ত্রীর বক্তব্য অসত্য। বিধানসভায় মমতার বক্তব্যের পর স্পিকার বিরোধী দলনেতাকে কিছু বলতে দেননি। তাই বিজেপি প্রতিবাদ করেছে।

অন্যদিকে, এই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানিতে ওবিসি শংসাপত্র নিয়ে নিজেদের বক্তব্য জানাবেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়
Smart Meter: জেলায় জেলায় বিক্ষোভ-প্রতিবাদের জের, রাজ্যে আপাতত বসানো হচ্ছে না স্মার্ট মিটার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in