প্রতীকী ছবি
প্রতীকী ছবিফাইল চিত্র

Eastern Railway: ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা, শিয়ালদহ শাখায় দু'দিন বাতিল একাধিক ট্রেন!

People's Reporter: পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, শনিবার রাত ১০টা ১৫ থেকে রবিবার সকাল ৮টা ১৫ মিনিটে পর্যন্ত কাজ চলবে। সেই কারণেই ট্রেন বাতিল হয়েছে।
Published on

ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা। দু'দিন শিয়ালদহ শাখায় বাতিল থাকছে একগুচ্ছ ট্রেন। শিয়ালদহ-দমদম জংশন শাখায় ব্রিজ নং ৩ এবং ২৭-এর রিগার্ডারিং-এর জন্য বহু ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।

পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, শনিবার রাত ১০টা ১৫ থেকে রবিবার সকাল ৮টা ১৫ মিনিটে পর্যন্ত কাজ চলবে। সেই কারণেই ট্রেন বাতিল হয়েছে।

বাতিল (২৮ জুন, শনিবার): শিয়ালদহ- নৈহাটি - আপঃ ৩১৪২৯, ৩১৪৩৫, ৩১৪৪৫, ৩১৪৪৭. ডাউনঃ ৩১৪৩৬, ৩১৪৩৮, ৩১৪৪৪, ৩১৪৪৬. শিয়ালদহ-রানাঘাট আপঃ ৩১৬০১, ৩১৬২৩, ৩১৬২৯, ৩১৬৩১. ডাউনঃ ৩১৬০২, ৩১৬৩৬. বিধাননগর-ব্যারাকপুর আপঃ ৩১২৬১. শিয়ালদহ ব্যারাকপুর - আপ: ৩১২৩৯. ডাউন: ৩১২৩৮. ব্যারাকপুর শিয়ালদহ -ডাউন: ৩১২৩৬. দমদম ব্যারাকপুর- আপ: ৩৩২৩১. ডাউন: ৩৩২৩২. দমদম - গোবরডাঙ্গা আপঃ ৩৩২৭১. শিয়ালদহ বনগাঁও - আপ: ৩৩৮৫৯. ডাউন: ৩৩৮৫৮. শিয়ালদহ- হাসনাবাদ - আপঃ ৩৩৫৩৩. ডাউন: ৩৩৫৩৮. শিয়ালদহ - শান্তিপুর - আপঃ ৩১৫৪১. ডাউন: ৩১৫৩৮. শিয়ালদহ- গোবরডাঙ্গা আপ: ৩৩৬৮৫. ডাউন: ৩৩৬৮৬. শিয়ালদহ- কৃষ্ণনগর সিটি - ডাউন: ৩১৮৩৮. শিয়ালদহ বারাসাত আপঃ ৩৩৪০১, ৩৩৪৪৭. ডাউন: ৩৩৪০২, ৩৩৪৩৬. শিয়ালদহ - দত্তপুকুর আপঃ ৩৩৬২১. ডাউন: ৩৩৬২৮.

বিশেষ দ্রষ্টব্যঃ (১) ৩৩২৮২ ডাউন হাসনাবাদ-দমদম লোকাল দমদম জংশনের পরিবর্তে শিয়ালদহ পর্যন্ত সম্প্রসারিত হবে। (২) শিয়ালদহ থেকে একটি স্পেশাল ট্রেন শনিবার সন্ধ্যা ৭টা ৫মিনিটে ছাড়বে এবং দমদম জংশন থেকে ৩৩২৭১ আপ দমদম গোবরডাঙ্গা লোকালের পথ অনুসরণ করে চলবে।

বাতিল (২৯ জুন, রবিবার): শিয়ালদহ- কৃষ্ণনগর সিটি-আপ: ৩১৮১৫, ৩১৮১৭. ডাউন: ৩১৮১২, ৩১৮১৮. শিয়ালদহ - গেদে আপঃ ৩১৯১৩. ডাউন: ৩১৯১২. শিয়ালদহ- বনগাঁও- আপ: ৩৩৮১৩, ৩৩৮২১. ডাউন: ৩৩৮১৮, ৩৩৮২২. শিয়ালদহ কল্যাণী সীমান্ত- আপঃ ৩১৩১১, ৩১৩১৩, ৩১৩১৫. ডাউন: ৩১৩১২, ৩১৩১৪, ৩১৩১৬. শিয়ালদহ - শান্তিপুর: আপ: ৩১৫১৩. ডাউন: ৩১৫১২, ৩১৫১৪. শিয়ালদহ-নৈহাটি: আপঃ ৩১৪৭১, ৩১৪১৫. ডাউন: ৩১৪১২. শিয়ালদহ-হাবরা - আপ: ৩৩৬৫৩. ডাউন: ৩৩৬৫২. শিয়ালদহ হাসনাবাদঃ আপঃ ৩৩৫১৩. ডাউন: ৩৩৫১৪. শিয়ালদহ - রানাঘাট - আপঃ ৩১৬১৫, ৩১৬১৭. ডাউন: ৩১৬১২, ৩১৬১৪. শিয়ালদহ - ব্যারাকপুরঃ আপঃ ৩১২১৩, ৩১২২১. ডাউনঃ ৩১২১৪. শিয়ালদহ -দত্তপুকুর: আপ: ৩৩৬১৩. ডাউন: ৩৩৬১২, ৩৩৬১৬. বারাসাত - দত্তপুকুর - আপ: ৩৩৩৫৭. বারাসাত - শিয়ালদহ - ডাউন: ৩৩৪৩২.

প্রতীকী ছবি
Sukanta Majumdar: যৌনকর্মীদের নিয়ে কুকথা! FIR দায়েরের পরেও নিজের মন্তব্যে অনড় সুকান্ত মজুমদার
প্রতীকী ছবি
Kaliganj: কালীগঞ্জে তমন্না খুনে গ্রেফতার মূল অভিযুক্ত তৃণমূলের বুথ সভাপতি! ধৃতের সংখ্যা বেড়ে ৯
logo
People's Reporter
www.peoplesreporter.in