Rakesh Singh: কংগ্রেস দফতর ভাঙচুর কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত বিজেপি নেতা রাকেশ সিংহ

People's Reporter: মঙ্গলবার রাতে কলকাতার ট্যাংরা এলাকা থেকে রাকেশ সিংহকে গ্রেফতার করা হয়। পুলিশ ভ্যানে তোলার সময় তাঁকে ‘নরেন্দ্র মোদী জিন্দাবাদ’ বলে স্লোগান দিতেও শোনা যায়।
বিজেপি নেতা রাকেশ সিংহ
বিজেপি নেতা রাকেশ সিংহফাইল ছবি সংগৃহীত
Published on

কলকাতায় প্রদেশ কংগ্রেসের সদর দফতর 'বিধান ভবন'-এ ভাঙচুর চালানোর ঘটনায় মূল অভিযুক্ত বিজেপি নেতা রাকেশ সিংহকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে কলকাতার ট্যাংরা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। বুধবারই শিয়ালদা আদালতে হাজির করানো হবে তাঁকে। ঘটনার পর থেকে পলাতক ছিলেন তিনি। এর আগে এই ঘটনায় রাকেশ সিংহের পুত্র-সহ চারজনকে গ্রেফতার করেছিল পুলিশ।

গত শুক্রবার বেলা ১১ টা নাগাদ বিধান ভবন-এ দলল নিয়ে এসে তাণ্ডব চালান রাকেশ সিং। সে সময় দফতরে কেউ উপস্থিত ছিলেন না। অভিযোগ, সেই সুযোগকে কাজে লাগিয়ে কংগ্রেস দফতরে ভাঙচুর চালানো হয়। গেটের বাইরে থাকা রাহুল গান্ধীর ছবিতে কালি লাগানো হয়। অন্যান্য নেতাদের ছবি থেকে শুরু করে কংগ্রেসের দলীয় পতাকা পুড়িয়ে দেওয়া হয়। অভিযোগ, বিজেপি নেতা রাকেশ সিংহের নেতৃত্বে একদল সমর্থক ঢুকে একাজ করেন। এরপর সেদিনই রাকেশের বিরুদ্ধে এফআইআর দায়ের হয় এন্টালি থানায়। অস্ত্র আইনের একাধিক ধারায় মামলা রজু হয়।

এর আগে চার জনকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃতদের মধ্যে ছিলেন রাকেশের পুত্র শিবম সিংহ। এ ছাড়াও রাকেশের তিন ঘনিষ্ঠ বিজয়প্রসাদ ধানুক, সন্তোষকুমার রাজভর এবং দিব্যেন্দু সামন্ত। এই ঘটনার পর থেকেই পলাতক ছিলেন রাকেশ। যদিও পুত্রের গ্রেফতারির পর সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে তিনি বলেন, তাঁকে গ্রেফতার করতে না পেরে তাঁর পুত্রকে গ্রেফতার করে হেনস্থা করা হচ্ছে। এমনকি তাঁর স্ত্রী এবং কন্যা পুত্রের বাড়িতে গিয়েছিলেন। সেখানে তাঁদেরও হেনস্থা করেছে পুলিশ বলে অভিযোগ তাঁর। সরাসরি কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাকে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।

ঘটনার পাঁচ দিন পর মঙ্গলবার রাতে রাকেশ সিংহকে গ্রেফতার করল পুলিশ। এদিন পুলিশ ভ্যানে তোলার সময় রাকেশকে ‘নরেন্দ্র মোদী জিন্দাবাদ’ বলে স্লোগান দিতেও শোনা যায়। তিনি এ-ও বলেন, ‘‘রাকেশ সিংহ কাউকে ভয় পান না।’’ বুধবারই শিয়ালদা আদালতে তোলা হবে তাঁকে।

প্রসঙ্গত, ঘটনার সূত্রপাত ২৭ সেপ্টেম্বর। সেদিন ‘ভোটার অধিকার যাত্রা’র অংশ হিসেবে বিহারের দ্বারভাঙা থেকে মুজফ্‌ফরপুর যাচ্ছিলেন রাহুল, প্রিয়ঙ্কা গান্ধী, তেজস্বী যাদবেরা। অভিযোগ, দ্বারভাঙায় কংগ্রেসের একটি মঞ্চ থেকে বছর কুড়ির এক তরুণ প্রধানমন্ত্রী মোদী এবং তাঁর প্রয়াত মাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তার জেরেই কলকাতায় কংগ্রেসের সদর দফতরে হামলা চালানো হয় বলেই অভিযোগ উঠেছে।

বিজেপি নেতা রাকেশ সিংহ
Congress: ভোট চুরি নিয়ে এবার হাইড্রোজেন বোমা ফাটাব! ভোটার অধিকার যাত্রা থেকে হুঁশিয়ারি রাহুল গান্ধীর

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in