
সংবাদমাধ্যমে লাগাতার অপপ্রচার। এবার আরজি করের নির্যাতিতার বাবার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন কুণাল ঘোষ। বুধবার ব্যাঙ্কশাল আদালতে নির্যাতিতার বাবার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তিনি। গত সপ্তাহে আইনি নোটিশও পাঠিয়েছিলেন তৃণমূল নেতা।
সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে সেটিং তত্ত্ব নিয়ে সরব হয়েছেন নির্যাতিতার বাবা। তাঁর অভিযোগ, টাকার বিনিময়ে তদন্ত প্রভাবিত করেছে সিবিআই। তিনি আরও দাবি করেন, সিজিও কমপ্লেক্সে গিয়ে কুণাল ঘোষ কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের সঙ্গে ডিল ফাইনাল করিয়েছিলেন। এমনকি এতে মদত দিয়েছে পুলিশও। সংবাদমাধ্যমে নির্যাতিতার বাবার এই অভিযোগের পরেই তাঁকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন কুণাল।
গত মঙ্গলবার নির্যাতিতার বাবাকে আইনি নোটিশ পাঠানো হয়। বলা হয়েছিল, চারদিনের মধ্যে সাংবাদিক বৈঠক করে ক্ষমা চাইতে হবে। কিন্তু সময় অতিক্রম হলেও তিনি সেটা করেননি। অবশেষে বুধবার নির্যাতিতার বাবার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন।
যদিও কুণাল জানিয়েছেন, "আমার পূর্ণ সহায়তা আছে। একটা জঘন্য ঘটনা ঘটেছে। অপরাধী শাস্তি পেয়েছে। আমার সবাই ন্যায় চেয়েছি এবং পেয়েছি। কিন্তু উনি যা মুখে আসবে সেটা বলে যাবেন, যে যা শেখাবে তাই বলবেন, তা হতে পারে না। উনি ক্ষমা না চাইলে কোর্টে এসে যা বলেছেন, তার প্রমাণ দিতে হবে।"
উল্লেখ্য, গত ৯ আগষ্ট আরজি কর হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনার এক বছর হয়েছে। সেদিন ন্যায় বিচারের জন্য নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন নির্যাতিতার বাবা-মা। অভিযান চলাকালীন পুলিশের লাঠির আঘাতে গুরুতর জখম হয়েছেন নির্যাতিতার মা। এরপরই রাজ্য সরকার ও সিবিআইয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছিলেন নির্যাতিতার বাবা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন