Kolkata Municipal Corporation: তিলোত্তমার মুকুটে নয়া পালক, দূষণ নিয়ন্ত্রণে দেশের সেরা কলকাতা পুরসভা

People's Reporter: ফিরহাদ হাকিম বলেন, “পরিবেশের উন্নয়নের স্বীকৃতিতে কেন্দ্রীয় সরকার কলকাতাকে ১৮৩ কোটি টাকা এবং ১৭ কোটি টাকা এই কাজের জন্য উৎসাহ ভাতা হিসেবে দিয়েছে"।
কলকাতা পুরসভা
কলকাতা পুরসভাফাইল চিত্র
Published on

বিশ্ব পরিবেশ দিবসে কলকাতার পালকে জুড়ল আরও এক মুকুট। এবার দূষণ নিয়ন্ত্রণের জন্য দেশের মধ্যে সেরার স্বীকৃতি পেল কলকাতা পুরসভা। বৃহস্পতিবার পুরসভার সামনে কর্মসূচিতে এই খবর জানান মেয়র ফিরহাদ হাকিম।

এনিয়ে ফিরহাদ হাকিম বলেন, “পরিবেশের উন্নয়নের স্বীকৃতিতে কেন্দ্রীয় সরকার কলকাতাকে ১৮৩ কোটি টাকা এবং ১৭ কোটি টাকা এই কাজের জন্য উৎসাহ ভাতা হিসেবে দিয়েছে। সব মিলিয়ে ২০০ কোটি টাকা। শহরে বৃক্ষরোপণ, জঞ্জাল সাফাই থেকে শুরু করে বায়ুমণ্ডলের গুণমান বৃদ্ধিতে এই টাকা খরচ করা হবে"।

এরপরেই নাগরিকদের কাছে ‘যত প্রাণ, তত গাছ’ লাগানোর আবেদন করেন মেয়র। তিনি বলেন, “শহরে বড় গাছ লাগানোর জায়গা কমছে ঠিকই। কিন্তু বহুতল বাড়ির ব্যালকনি, ছাদে অথবা বারন্দায় টবে পরিবারের সদস্য হিসাব করে সবাই অন্তত টবে গাছ লাগান"।

রাজ্য সরকার তথা পুরসভার পরিবেশ সংরক্ষণে ভূমিকার কথা উল্লেখ করে ফিরহাদ বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশিত পথেই পরিবেশ সুরক্ষায় গত কয়েকবছর সফলভাবে একাধিক কর্মসূচি বাস্তবায়িত করায় এই সাফল্য এসেছে। কেন্দ্রের এই আর্থিক বরাদ্দ ও উৎসাহভাতা পাওয়ার ঘটনা আজ অত্যন্ত সম্মানের দিন"।

কলকাতা পুরসভা
West Bengal: মমতাকে না জানিয়ে বিশ্ব ব্যাঙ্কের সঙ্গে চুক্তি! মুখ্যমন্ত্রীর রোষের মুখে পরিবহণমন্ত্রী

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in