KMC Poll: সব বুথে সিসিটিভি, নির্দেশ হাইকোর্টের

একশো শতাংশ বুথে সিসিটিভি বসাতে কমিশনের আপত্তি না থাকায়, সব বুথেই সিসিটিভি লাগানোর নির্দেশ দেন বিচারপতি।
ছবি - প্রতীকী
ছবি - প্রতীকী

পুরভোটের সব বুথে সিসিটিভি মোতায়েন করা হবে। এমনই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে ছিল মামলার শুনানি। বিধানসভা ভোটে যে অশান্তি হয়েছে, সেকথা মাথায় রেখেই এই মামলা হয়েছিল। রাজ্য নির্বাচন কমিশনও তাতে আপত্তি জানায়নি।

পুরভোটে এবার প্রায় ১৫০০ বুথে ভোটগ্রহণ হবে। সব বুথে সিসিটিভির প্রয়োজন বলে আবেদন জানিয়েছিলেন বিজেপি নেতা দেবদত্ত মাঝি। তাঁর বক্তব্য, ভোটের দিন যাই হোক না কেন, পরে আদালতে যেতে হলে আর কোনও প্রমাণ পাওয়া যায় না। তখন এই ফুটেজগুলি গুরুত্বপূর্ণ হতে পারে। স্ট্রংরুমেও সিসিটিভি বসানোর আর্জি জানানো হয়।

কমিশন জানিয়েছে, তারা স্পর্শকাতর বুথে সিসিটিভি বসানোর ব্যবস্থা করেছে। ২০ শতাংশের বেশি বুথে আগেই সিসিটিভি বসানোর ব্যবস্থা করা হয়েছে। একশো শতাংশ বুথে সিসিটিভি বসাতে তাদের কোনও সমস্যা নেই। কমিশনের আপত্তি না থাকায়, সব বুথেই সিসিটিভি লাগানোর নির্দেশ দেন বিচারপতি।

এ দিকে, রাজ্যের সব পুরসভায় একসঙ্গে ভোট চেয়ে বিজেপি জনস্বার্থ মামলা করেছে। ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট রাখা হোক, এমন দাবিও করা হয়। দু’জন পুরভোট নিয়ে মামলা দায়ের করেন। একজন একসঙ্গে গণনার দাবি জানান।

দ্বিতীয় জন মৌসুমী রায় জানান, মেয়াদোর্ত্তীর্ণ পুরবোর্ডে কবে ভোট হবে তা স্পষ্ট করে জানাতে হবে রাজ্যকে। শুনানির পর সোমবারই রায়দানের কথা ছিল। কিন্তু বিজেপি জানায়, মামলার শুনানি কী হবে, তা জেনে তারা আরও একটি জবাব দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে।

ছবি - প্রতীকী
KMC Poll 21: অবাধ ও শান্তিপূর্ণ পুরভোটের দাবি জানিয়ে কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি বাম সাংসদের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in