KMC Poll 21: অবাধ ও শান্তিপূর্ণ পুরভোটের দাবি জানিয়ে কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি বাম সাংসদের

কলকাতা পুর নিগমের নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ করার দাবি জানিয়ে কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি লিখলেন কলকাতার প্রাক্তন মেয়র এবং রাজ্যসভার সিপিআই(এম) সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য।
বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও সৌমেন মিত্র
বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও সৌমেন মিত্রফাইল ছবি - সংগৃহীত

কলকাতা পুর নিগমের নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ করার দাবি জানিয়ে কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি লিখলেন কলকাতার প্রাক্তন মেয়র এবং রাজ্যসভার সিপিআই(এম) সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য।

সোমবার কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্রকে লেখা এক চিঠিতে সিপিআই(এম) সাংসদ জানান – আমি ইতিমধ্যেই কলকাতা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীর কাছ থেকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পেয়েছি। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদেরও হুমকির সম্মুখীন হতে হচ্ছে। পুর নিগমের নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত করার দায়িত্ব পুলিশের। যাতে মানুষ নিরাপদে তাঁদের সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে।

বিকাশরঞ্জন ভট্টাচার্যর চিঠি
বিকাশরঞ্জন ভট্টাচার্যর চিঠি ছবি সংগৃহীত

ওই চিঠিতেই কলকাতার প্রাক্তন মেয়র লেখেন, বিভিন্ন অঞ্চলের স্থানীয় পুলিশ থানার সঙ্গে শাসকদলের যোগসাজশের অভিযোগও আমি পেয়েছি।… আমি আশা করবো আপনি সমস্ত দিক খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেবেন। যাতে কোনো পক্ষ থেকেই কোনো অভিযোগ না ওঠে।

উল্লেখ্য, এদিনের চিঠিতে তিনি বিশেষভাবে ৯১ নম্বর ওয়ার্ড, ১১৮ নম্বর ওয়ার্ডের উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন। যেখানে শাসকদলের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাস সৃষ্টির অভিযোগ এনেছেন বাম সাংসদ।

বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও সৌমেন মিত্র
KMC Poll 21: বাম বনাম তৃণমূল ইস্তেহার - পুর পরিষেবা ও প্রতিশ্রুতি ঘিরে প্রশ্ন অনেক

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in