SSC Scam: গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান শুরু চাকরিহারাদের একাংশের! যাবেন দিল্লিতেও, চলছে প্রস্তুতি

People's Reporter: শুক্রবার মিরর ইমেজ প্রকাশের আশ্বাস দিলেও মেলেনি চাকরি ফেরার নিশ্চয়তা। ফলে নিজেদের মধ্যে আলোচনা করে শনিবার থেকে শহিদ মিনারের সামনে অবস্থানে বসার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ (বাঁদিকে), এসএসসি ভবনের সামনে অনশন (ডানদিকে)
গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ (বাঁদিকে), এসএসসি ভবনের সামনে অনশন (ডানদিকে)ছবি - সংগৃহীত
Published on

শনিবার সকাল থেকে শহিদ মিনারের কাছে গান্ধীমূর্তির পাদদেশে অবস্থানে বসলেন চাকরিহারাদের একাংশ। তাঁদের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশে যে চাকরি গিয়েছে, তা সসম্মানে ফিরিয়ে দিতে হবে। অন্যদিকে, বৃহস্পতিবার থেকে সল্টলেকের এসএসসি ভবনের সামনে অনশন বসেছেন তিন জন চাকরিহারা। তাঁদের সঙ্গে রয়েছেন আরও কয়েক জন। পাশাপাশি দিল্লিতেও অবস্থানের কথা জানিয়েছেন চাকরিহারারা।  

শুক্রবার বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করেন চাকরিহারারা। যে ১৩ জন প্রতিনিধি ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করেছিলেন, তাঁরা শহিদ মিনারের সামনে অবস্থানে বসেছেন। প্রায় তিন ঘন্টা বৈঠকের পর বেরিয়ে তাঁরা জানান, তাঁদের দাবি অনুযায়ী প্রার্থীদের তালিকা প্রকাশে রাজি হয়েছেন। বৈঠকে আশ্বাস মিলেছে, আইনি পরামর্শ নিয়ে ২১ এপ্রিলের মধ্যে প্রকাশ করা হবে ২২ লক্ষের ওএমআর শিটের মিরর ইমেজ। তবে চাকরি ফেরার নিশ্চয়তা না মেলায়, এখনই নিশ্চিন্ত হতে পারছেন না তাঁরা। ফলে শুক্রবার রাতে নিজেদের মধ্যে আলোচনা করে শনিবার থেকে শহিদ মিনারের সামনে অবস্থানে বসার সিদ্ধান্ত নিয়েছেন।

পাশাপাশি, দিল্লিতেও অবস্থান বিক্ষোভের সিদ্ধান্ত নিয়েছেন চাকরিহারারা। তাঁরা জানিয়েছেন, আগামী ১৬ এপ্রিল থেকে দিল্লির যন্তর মন্তরের অবস্থান বিক্ষোভ শুরু হবে। দিল্লির সেই কর্মসূচিতে অংশ নেবেন ১৫০ জন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মী বলে জানা গেছে।

অন্যদিকে, এসএসসি ভবনের সামনে তিন চাকরিহারা – সুমন বিশ্বাস, পঙ্কজ রায় এবং প্রতাপ রানা অনশনে বসেছেন বৃহস্পতিবার থেকে। যদিও শুক্রবার এই অনশনকারীদের ‘রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত’ বলে উল্লেখ করেছেন ব্রাত্য বসু। তাঁর দাবি, বিকাশ ভবনে যাঁরা এসেছিলেন, তাঁরা কেউ অনশন করছেন না। চাকরিহারাদের একাংশ রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। তাঁরা অনশনে বসেছেন।

সুপ্রিম কোর্টে ২০১৬-এর পুরো প্যানেল বাতিলের পর ৭ এপ্রিল নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চাকরিহারাদের আশ্বাস দিয়েছিলেন, আদালতের কাছে এই রায়ের ব্যাখ্যা চাইবে রাজ্য। রিভিউ পিটিশনও দেওয়া হবে। ততদিন স্বেচ্ছায় পরিষেবা দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন তিনি। শুক্রবার শিক্ষামন্ত্রীও একই অনুরোধ করেন। তবে স্বেচ্ছায় পরিষেবা দিতে নারাজ চাকরিহারারা। সসম্মানে নিজেদের চাকরি ফেরত চান তাঁরা।  

গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ (বাঁদিকে), এসএসসি ভবনের সামনে অনশন (ডানদিকে)
WB Weather Update: সপ্তাহান্তে ঝড়বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে! ৯ জেলায় জারি কমলা সতর্কতা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in